Class 10 Class 10 Geography স্বাভাবিক বাঁধ কাকে বলে?

স্বাভাবিক বাঁধ কাকে বলে? 

স্বাভাবিক বাঁধ কাকে বলে?     Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

সংজ্ঞা : সমভূমি ও বদ্বীপ প্রবাহে নদী ধীরগতিতে প্রবাহিত হয় বলে জলের সঙ্গে যেসব পলি, বালি, কাদা প্রভৃতি বাহিত হয়ে আসে নদী আর সেগুলি বহন করতে পারে না। সেগুলি নদীর দুই তীরে সঞ্চিত হতে থাকে। এ ছাড়া বন্যা শেষে দুই তীরে ছড়িয়ে পড়া প্লাবনের জল নদীতে ফিরে এলে নদীবাহিত পলি, কাদা প্রভৃতি নদীর কিনারায় এসে সঞ্জিত হয়। উভয় কারণেই ক্রমাগত নদীর দুই তীরে পলি সঞ্চিত হওয়ার ফলে তা বাঁধ বা স্বল্পোচ্চ শৈলশিরার মতাে ভূমিরূপ সৃষ্টি করে। এই বাঁধ প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয় বলে একে বলা হয় স্বাভাবিক বাঁধ (natural levee) l 
উদাহরণ : মধ্য ও নিম্ন গতিতে গঙ্গা নদীর দুই তীরে এবং মিশরে নীল নদের দুই পাশে উঁচু স্বাভাবিক বাঁধ দেখা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment