Class 12 Class 12 Education (1) স্কেল, (2) প্রসার, (3) ধাপ দূরত্ব ও (4) মধ্যমান বলতে কী বােঝায়?

(1) স্কেল, (2) প্রসার, (3) ধাপ দূরত্ব ও (4) মধ্যমান বলতে কী বােঝায়?

(1) স্কেল, (2) প্রসার, (3) ধাপ দূরত্ব ও (4) মধ্যমান বলতে কী বােঝায়? Class 12 | Education | 8 Marks

উত্তর:

[1] স্কেল : স্কেল হল একটি পরিমাপকা ব্যক্তির স্কোরগুলি যখন সমান এককের সাহায্যে প্রকাশ করা হয় এবং সেগুলিকে যখন পাশাপাশি সাজানাে হয়, তখন তাকে স্কেল বলা হয়। 5, 10, 15, 20 প্রভৃতি হল সমান একক, যেহেতু এদের দূরত্ব হল 5। অনুরূপভাবে 3, 6, 9, 12, 15 ইত্যাদি সমান একক, যেহেতু এগুলােও সমদূরত্ব সম্পন্ন সংখ্যা। এদের দূরত্ব হল 3, যে-কোনাে স্কেলে এইরূপ দূরত্ববিশিষ্ট সংখ্যা পাশাপাশি থাকে। 

[2] প্রসার : সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে, তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে প্রসার বলে। যেমন, যদি কোনাে পরীক্ষার সর্বোচ্চ নম্বর 90 এবং সর্বনিম্ন নম্বর 30 হয় এবং এদের মধ্যে যদি অনেক নম্বর থাকে, তাহলে নম্বরগুলির মানের প্রসার হবে 90-30 = 60 l

[3] শ্রেণিবিভাগের দৈর্ঘ্য ধাপ দূরত্ব : কোনাে পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোরগুলিকে নিদিষ্ট শ্রেণিতে বা ধাপে ভাগ করা হয়। এই ধাপ নির করে স্কোরের প্রসার ও প্রকৃতির ওপর প্রসার যদি বেশ দীঘ হয় তবে ধাপের সংখ্যা বৃদ্ধি করা যায়। ধাপ দূরত্ব কত হবে তা আগে থেকে ঠিক করে নিতে হয়। 

[4] মধ্যমান; কোনাে অবিচ্ছিন্ন স্কোরের নিম্নসীমা ও উধর্বসীমার মধ্যে সমান দূরত্বে যে মান থাকে তাকে বলে মধ্যমান। এই মধ্যমান নির্ণয় করতে হলে নিম্নসীমা ও উধর্বসীমা যােগ করে 2 দিয়ে ভাগ করতে হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!