সেচবাঁধ ও বহুমুখী বাঁধের পার্থক্য লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
সেচবাঁধ ও বহুমুখীবাঁধের পার্থক্য : সেচবাঁধ ও বহুমুখী বাঁধের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—
বিষয় | সেচরাঁধ | বহুমুখী বাঁধ |
উদ্দেশ্য | সেচবাঁধ মূলত কৃষিজমিতে জলসেচের জন্য নির্মাণ করা হয়। | বহুমুখী বাঁধ কৃষিজমিতে জলসেচ করা ছাড়াও বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, জলপথ পরিবহণ, মৎস্য চাষ প্রভৃতির জন্য নির্মাণ করা হয়। |
জলধারণের স্থিতিকাল | সেচবাঁধে সাধারণত বর্ষাকালের উদবৃত্ত জল সেচের জন্য ব্যবহার করা হয়। কৃষি মরশুমের পরে ওই জল না থাকলেও চলে l | বহুমুখী বাঁধে সারাবছরই জল ধরে রাখার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে ওই জল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। |
নির্মাণের স্থান | ঢালু ভূমিতে সেচবাঁধ নির্মাণ করা হয়। | পাহাড়ি অঞ্চলে বহুমুখীবাঁধ নির্মাণ করা হয়। |
দৃঢ়তা | বহুমুখী বাঁধের মতাে সেচবাঁধ বেশি মজবুত ও দৃঢ় হয় না। অনেকক্ষেত্রে মাটির তৈরি সেচবাঁধও আছে। | বহুমুখী বাঁধ কংক্রিটের তৈরি বলে অত্যন্ত মজবুত ও দৃঢ় হয়। |
উচ্চতা | বেশিরভাগ সেচবাঁধের উচ্চতা কম। | বেশিরভাগ বহুমুখী বাঁধের উচ্চতা বেশি। |
উদাহরণ | কংসাবতী, সুবর্ণরেখা প্রভৃতি নদীতে সেচবাঁধ নির্মাণ করা হয়েছে। | দামােদর, ময়ূরাক্ষী প্রভৃতি নদীতে বহুমুখী বাঁধ নির্মাণ করা হয়েছে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।