শিখন ও পরিণমনের পার্থক্য

শিখন ও পরিণমনের পার্থক্য
অথবা, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্যগুলি লেখাে

উত্তর: 

শিখন ও পরিণমনের পার্থক্য : 

বিষয়শিখনপরিণমন
প্রক্রিয়ার প্রকৃতিএকটি মানসিক প্রক্রিয়া।একটি জৈবিক প্রক্রিয়া।
সক্রিয়তা এতে ব্যক্তিকে সক্রিয় থাকতে হয়।এতে ব্যক্তিকে সক্রিয় থাকতে হয় না। 
মানসিক প্রস্তুতির প্রয়ােজনীয়তা এতে ব্যক্তিকে মানসিক-ভাবে প্রস্তুত হতে হয়। এক্ষেত্রে ব্যক্তিকে মানসিক ভাবে ভাবে প্রস্তুত হতে হয় না। 
চর্চা বা অনুশীলনএতে চর্চা বা অনুশীলনের দরকার হয়। এতে চর্চা বা অনুশীলনের দরকার হয় না। 
ব্যক্তি এটি সারাজীবন ধরে ঘটে।এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে।
স্থায়িত্ব এই প্রক্রিয়াটি স্থায়ী নয়। চর্চা না-করলে ব্যক্তি ভুলে যায়।এটি একটি স্থায়ী প্রক্রিয়া।
লিঙ্গভেদে প্রভেদ এতে লিঙ্গভেদে তেমন কোনাে প্রভেদ দেখা যায় না। একই বয়সে লিঙ্গভেদে অর্থাৎ ছেলে ও মেয়ের মধ্যে প্রভেদ দেখা যায়।
কৃত্রিমতা ও স্বাভাবিকতাএটি একটি কৃত্রিম প্রক্রিয়া।এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। 
ব্যক্তি ও সমাজ নির্ভরতা 
এটি ব্যক্তি ও সমাজের চাহিদার ওপর নির্ভর করে।এটি ব্যক্তি ও সমাজের চাহিদার ওপর নির্ভর করে না। 
সর্বজনীনতা এটি সর্বজনীন নয়। কারণ এটি চর্চার দ্বারা ঘটে।এটি স্বতঃস্ফুর্ত, তাই সর্বজনীন।
নির্ভরতা এটি স্বয়ংনির্ভর প্রক্রিয়া নয়, এটি পরিণমনের ওপর নির্ভরশীল।এটি স্বয়ংনির্ভর প্রক্রিয়া, এটি শিখনের ওপর নির্ভর করে না।
প্রেষণার প্রভাবশিখনের ক্ষেত্রে প্রেষণার প্রভাব লক্ষ করা যায়।পরিণমনের ক্ষেত্রে প্রেষণার কোনাে প্রভাব লক্ষ করা যায় না।
শিখন ও পরিণমনের পার্থক্য

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!