শিখন ও পরিণমনের পার্থক্য
অথবা, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্যগুলি লেখাে
উত্তর:
শিখন ও পরিণমনের পার্থক্য :
বিষয় | শিখন | পরিণমন |
প্রক্রিয়ার প্রকৃতি | একটি মানসিক প্রক্রিয়া। | একটি জৈবিক প্রক্রিয়া। |
সক্রিয়তা | এতে ব্যক্তিকে সক্রিয় থাকতে হয়। | এতে ব্যক্তিকে সক্রিয় থাকতে হয় না। |
মানসিক প্রস্তুতির প্রয়ােজনীয়তা | এতে ব্যক্তিকে মানসিক-ভাবে প্রস্তুত হতে হয়। | এক্ষেত্রে ব্যক্তিকে মানসিক ভাবে ভাবে প্রস্তুত হতে হয় না। |
চর্চা বা অনুশীলন | এতে চর্চা বা অনুশীলনের দরকার হয়। | এতে চর্চা বা অনুশীলনের দরকার হয় না। |
ব্যক্তি | এটি সারাজীবন ধরে ঘটে। | এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। |
স্থায়িত্ব | এই প্রক্রিয়াটি স্থায়ী নয়। | চর্চা না-করলে ব্যক্তি ভুলে যায়।এটি একটি স্থায়ী প্রক্রিয়া। |
লিঙ্গভেদে প্রভেদ | এতে লিঙ্গভেদে তেমন কোনাে প্রভেদ দেখা যায় না। | একই বয়সে লিঙ্গভেদে অর্থাৎ ছেলে ও মেয়ের মধ্যে প্রভেদ দেখা যায়। |
কৃত্রিমতা ও স্বাভাবিকতা | এটি একটি কৃত্রিম প্রক্রিয়া। | এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। |
ব্যক্তি ও সমাজ নির্ভরতা | এটি ব্যক্তি ও সমাজের চাহিদার ওপর নির্ভর করে। | এটি ব্যক্তি ও সমাজের চাহিদার ওপর নির্ভর করে না। |
সর্বজনীনতা | এটি সর্বজনীন নয়। কারণ এটি চর্চার দ্বারা ঘটে। | এটি স্বতঃস্ফুর্ত, তাই সর্বজনীন। |
নির্ভরতা | এটি স্বয়ংনির্ভর প্রক্রিয়া নয়, এটি পরিণমনের ওপর নির্ভরশীল। | এটি স্বয়ংনির্ভর প্রক্রিয়া, এটি শিখনের ওপর নির্ভর করে না। |
প্রেষণার প্রভাব | শিখনের ক্ষেত্রে প্রেষণার প্রভাব লক্ষ করা যায়। | পরিণমনের ক্ষেত্রে প্রেষণার কোনাে প্রভাব লক্ষ করা যায় না। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।