শিক্ষাপ্রযুক্তির বিকাশকে ক-টি ভাগে বিভক্ত করা যায় Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks
উত্তর:-
শিক্ষাপ্রযুক্তির বিকাশ শিক্ষাপ্রযুক্তির বিকাশকে পাঁচটি পর্যায়ে বিভক্ত করা যায়—
[1] শিক্ষাপ্রযুক্তি এবং দৃশ্যশ্রাব্য শিক্ষাপােকরণ: প্রথম পর্যায়ে শিক্ষাপ্রযুক্তি দৃশ্যশ্রাব্য শিক্ষাপােকরণ, যেমন— চার্ট, মানচিত্র, মডেল, স্পেসিমেন, মূর্তবস্তু ইত্যাদির সঙ্গে যুক্ত ছিল। এই স্তরে শিক্ষাপ্রযুক্তি এবং দৃশ্যশ্রাব্য উপকরণ (audio-visual aids) একই অর্থে ব্যবহৃত হয়।
[2] শিক্ষাপ্রযুক্তি এবং বৈদ্যুতিন বিপ্লব: দ্বিতীয় পর্যায়ে শিক্ষাপ্রযুক্তি বৈদ্যুতিন বিপ্লবের সঙ্গে যুক্ত হয়, যা উন্নতমানের ‘হার্ডওয়্যার’ এবং সফটওয়্যারের ভিত্তি বলে পরিচিত। প্রােজেক্টর, টেপরেকর্ডার, রেডিয়াে, স্লাইড, দূরদর্শন ইত্যাদি ব্যাপকভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় এবং শিক্ষাচিত্রে পরিবর্তন আনে।
[3] শিক্ষাপ্রযুক্তি এবং গণশিক্ষা: তৃতীয় পর্যায়ে গণশিক্ষাকে সফল ও কার্যকরী করার উদ্দেশ্যে শিক্ষাপ্রযুক্তি উন্নত যােগাযােগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়। এই পর্যায়ে কম্পিউটারের সহযােগিতা জনপ্রিয় হয়ে ওঠে।
[4] শিক্ষাপ্রযুক্তি এবং ব্যক্তিভিত্তিক শিক্ষা: চতুর্থ পর্যায়ে শিক্ষাপ্রযুক্তি ব্যক্তিভিত্তিক শিখনের সঙ্গে যুক্ত হয়। পরিকল্পিত শিখন এবং শিক্ষণ শিক্ষাপ্রযুক্তিকে এক নতুন মাত্রা দেয়। স্ব-শিখনের উপকরণ এবং শিখনযন্ত্রভিত্তিক স্ব-শিখন ব্যবস্থা বিশেষ গুরুত্ব পায়।
[5] শিক্ষাপ্রযুক্তি এবং সিস্টেম দৃষ্টিভঙ্গি: পঞ্চম এবং শেষ পর্যায়ে সিস্টেম বা তন্ত্র দৃষ্টিভঙ্গি শিক্ষাপ্রযুক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে। এই পর্যায়ে সামগ্রিক শিক্ষা-শিখন প্রক্রিয়াকে গবেষণাভিত্তিক উদ্দেশ্যের প্রেক্ষিতে নকশাকরণ, পরিচালন এবং মূল্যায়নের প্রক্রিয়া হিসেবে শিক্ষাপ্রযুক্তি ব্যবহৃত হয়।
সবশেষে বলা যায়, উন্নত দেশগুলির তুলনায় ভারতবর্ষের মতাে উন্নয়নশীল দেশে শিক্ষাপ্রযুক্তি এখনও শৈশবকাল অতিক্রম করতে সক্ষম হয়নি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।