শিক্ষাপ্রযুক্তির পরিধি উল্লেখ করাে Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks
উত্তর:-
শিক্ষাগ্রযুক্তির পরিধি
শিক্ষাপ্রযুক্তির পরিধিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। যথা— [1] প্রযুক্তিভিত্তিক সাধারণ শিক্ষা প্রশাসন এবং ব্যবস্থাপনা, [2] প্রযুক্তিভিত্তিক শিক্ষা পরিমাপক এবং [3] প্রযুক্তিভিত্তিক পাঠদান প্রক্রিয়া।
রাউনট্রা (Rowntra, 1973) শিক্ষাপ্রযুক্তির প্রয়ােগ সম্পর্কে নীচের বিষয়গুলি উল্লেখ করেছেন—
i. শিখনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্দিষ্টকরণ।
ii. শিখন পরিবেশ রচনা।
iii. বিষয়বস্তু নির্বাচন এবং বিন্যাসকরণ।
iv. সঠিক শিখন কৌশল এবং শিখন মাধ্যম নির্বাচন।
v. শিখনব্যবস্থার কার্যকারিতার মূল্যায়ন।
vi. মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে উত্তম শিখন পরিবেশ গড়ে তােলা।
এ ছাড়াও শিক্ষাপ্রযুক্তির আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নীচে উল্লেখ করা হল [1] শিক্ষাপ্রযুক্তির ধারণা এবং এর বিভিন্ন দিক, [2] শিক্ষা-শিখন প্রক্রিয়া, [3] ব্যক্তিভিত্তিক পাঠদান প্রযুক্তি, [4] পরিকল্পিত শিখন, [5] শিক্ষণ মডেল, [6] শিক্ষণে বহুধা মাধ্যমের ব্যবহার, [7] ম্যাথেমেটিকস, [8] কাজ বিশ্লেষণ, [9] মডিউল, [10] সিস্টেম দৃষ্টিভঙ্গি, [ii] অনুশিক্ষণ, [12] শিক্ষা সম্প্রচার।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।