শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে পরিবারের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি আলােচনা করাে

শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে পরিবারের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি আলােচনা করাে Class 11 | Education (শিক্ষার বিভিন্ন রূপ) 8 Marks

উত্তর:

পরিবারের সীমাবদ্ধতা বা ত্রুটি :

অনিয়ন্ত্রিত শিক্ষার একটি উল্লেখযােগ্য প্রতিষ্ঠান হিসেবে পারিবার শিশুর শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর মধ্যে কতকগুলি সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ করা যায়। নীচে পরিবারের সীমাবদ্ধতা সম্পর্কে আলােচনা করা হল : 

[1] পরিবারের আকার : বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবনকে যেমন সুখকর করে তুলেছে, তেমনি এর প্রভাবে যৌথ পরিবারগুলি আজ ক্ষুদ্র পরিবার বা অণু পরিবারের রূপ পেয়েছে। ফলে পরিবারগুলি আগের মতাে তার শিক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারছে না। পরিবারের সদস্য সংখ্যা কমে যাওয়ায় লৌকিকতা, সামাজিকতা প্রভৃতি ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে। পরিবার তার শিক্ষামূলক ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। 

[2] পরিবারের কার্য পরিসরের সীমাবদ্ধতা : যৌথ পরিবারগুলি যত দিন বলবৎ ছিল, ততদিন ওই পরিবারের শিশুরা নিজেদের খুশিতে এবং বয়স্কদের সাহচর্যে বেড়ে উঠত। বয়স্ক বা বড়ােদের কাছ থেকেই পারিবারিক শিক্ষার প্রথম পাঠ পেত। অর্থ উপার্জনের তাগিদে আজ মায়েরাও বিভিন্ন কর্মক্ষেত্রে চলে যেতে বাধ্য হচ্ছে। ফলে শিশুর প্রারম্ভিক শিক্ষা ক্রেশ বা অন্য কোনাে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে। 

[3] চাহিদা পুরণে অক্ষমতা : পরিবর্তনশীল বিশ্বে শিশুর চাহিদাও দিনে দিনে বাড়ছে। পরিবার ওইসকল চাহিদা সব সময় পূরণ করতে পারছে না। ফলে শিশুদের কাছে পরিবারের শিক্ষামূলক দায়িত্ব পালনের বিষয়টি আগের তুলনায় অনেক বেশি সীমিত হয়ে আসছে। 

[4] নিরক্ষরতাজনিত সমস্যা : সচেতনতার অভাবে বা অর্থনৈতিক কারণে আজও আমাদের দেশের বহুসংখ্যক মানুষ নিরক্ষরতার নাগপাশে আটকে রয়েছেন। অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের মতাে সামাজিক ব্যাধিগুলি তাদেরকে একেবারে পঙ্গু করে রেখেছে। ফলে নিরক্ষরতার সমস্যাটি পরিবারের শিক্ষামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

[5] শিক্ষায় বহুমুখিতা : শিক্ষা আজ আর আগের মতাে মাত্র কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক শিক্ষায় এত বৈচিত্র্য এসেছে যে, কোনাে পরিবার যতই শিক্ষাদীক্ষায় অগ্রগণ্য হােক-না-কেন, শিশুকে সব ধরনের জ্ঞান বা অভিজ্ঞতা দান করতে পারে না। সেই দিক থেকে বলা যায়, শিক্ষায় বহুমুখিতার অন্তর্ভুক্তিকরণ পরিবারের শিক্ষামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি অন্তরায় বা ত্রুটি। 

[6] নিরাপত্তা বিষয়ক তুটি : পরিবারের শিক্ষামূলক দায়িত্ব বা কর্তব্য পালনের ক্ষেত্রে একটি উল্লেখযােগ্য সীমাবদ্ধতা হল নিরাপত্তা বিষয়ক সমস্যা। ক্ষুদ্র পরিবারগুলিতে 3 জন বা 4 জন সদস্য থাকে। ফলে তারা শিশুকে সঠিকভাবে নিরাপত্তাই দিতে পারে না। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে পরিবারের শিক্ষামুলক কাজও ব্যাহত হয়।

[7] শিশুর বিকাশ সম্পর্কে অজ্ঞতা : শিশুর বিকাশের বিভিন্ন পর্যায় এবং ওই পর্যায় অনুযায়ী শিশুর চাহিদা ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে বহু পরিবারই অজ্ঞ। শিশুর বিকাশ সম্পর্কিত এই ধরনের অজ্ঞতা পরিবারের শিক্ষামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা বা ত্রুটি হিসেবে বিবেচিত হয়। 

[8] পারিবারিক অশান্তি : অনেক পরিবারের শিশুর পিতা-মাতা উভয়েই চাকরি করতে বেরিয়ে যান। দিনের শেষে ক্লান্ত অবস্থায় যখন বাড়ি ফেরেন, তখন তারা আর শিশুর সঙ্গে প্রয়ােজনীয় পারস্পরিক ক্রিয়া চালানাের মতাে অবস্থায় থাকে না। এইসব কারণে শিশুর ক্ষোভিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এটি শিশুর ব্যক্তিসত্তার সুষ্ঠু বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়। ফলে পারিবারিক এই জাতীয় অশান্তি শিশুর শিক্ষার কাজের ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়ায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment