শিক্ষায় ইনটারনেটের ভূমিকা আলােচনা করাে

শিক্ষায় ইনটারনেটের ভূমিকা আলােচনা করাে Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks

উত্তর:-

শিক্ষায় ইনটারনেটের ভূমিকা

শিক্ষায় ইনটারনেটের ভূমিকা এককথায় অনস্বীকার্য। ইনটারনেট হল কম্পিউটার নির্মিত এক বিশেষপ্রকার আন্তর্জাতিক জাল যার মাধ্যমে বিশ্বের যেকোনাে প্রান্তের তথ্য অন্য প্রান্তে মুহুর্তের মধ্যে আদানপ্রদান করা যায়। শিক্ষাক্ষেত্রে ইনটারনেটের কয়েকটি ভূমিকা এখানে উল্লেখ করা হল— 

[1] ইনটারনেটের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরির মধ্যে পারস্পরিক দ্রুত যােগাযােগ বজায় রাখা যায়। 

[2] পঠনপাঠনের জন্য বিভিন্ন বিষয়ের বইকে ইনটারনেটের মাধ্যমে সংরক্ষিত রাখা যায়। ছাত্রছাত্রীরা তাদের প্রয়ােজনমতাে এবং পছন্দমতাে তথ্য ইনটারনেটের মাধ্যমে ডাউনলােড করতে পারে। এই ব্যবস্থাটিকে ইবুক (e-book) বলা হয়। 

[3] শিক্ষার জন্য প্রয়ােজনীয় বিভিন্ন তথ্য যেমন ছবি, রিপাের্ট, চিঠি ইত্যদি কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইনটারনেটের সাহায্যে অতি অল্পব্যয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানােও যায়।

[4] বিজ্ঞানের নব নব আবিষ্কারগুলির সঙ্গে ছাত্রছাত্রীরা ইনটারনেটের মাধ্যমে খুব সহজেই পরিচিত হওয়ার সুযােগ পায়। 

[5] দূরশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে স্টাডি মেটিরিয়েল, পরীক্ষার নির্ঘণ্ট, পরীক্ষার ফলাফল দ্রুত পাঠানাে যায়। অনেকক্ষেত্রে ইনটারনেট এর মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “শিক্ষায় ইনটারনেটের ভূমিকা আলােচনা করাে”

Leave a Comment