শিল্পস্থাপনের কারণসমূহ আলােচনা করাে।

শিল্পস্থাপনের কারণসমূহ আলােচনা করাে।
অথবা, কোনাে জায়গায় শিল্প গড়ে তােলার আগে কোন কোন বিষয়ের প্রতি নজর দেওয়া উচিত? Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

শিল্পস্থাপনের কারণসমূহ 

পৃথিবীর সর্বত্র শিল্প গড়ে তােলা যায় না। শিল্পস্থাপনের কারণগুলি হল— 

A) প্রাকৃতিক কারণ: 

1) কাঁচামাল: কাঁচামালের ওপর নির্ভর করেই শিল্পজাত পণ্য তৈরি হয়। অধিকাংশ শিল্পের ক্ষেত্রে কাঁচামালের প্রাপ্তির ওপর শিল্পস্থাপন নির্ভর করে। কাঁচামাল দুধরনের হতে পারে, যথা —

[i] অবিশুদ্ধ কাঁচামাল: শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলে যেসব কাঁচামালের ওজন কমে যায়, সেইসব কাচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন—আখ থেকে চিনি বা লােহার আকরিক থেকে ইস্পাত তৈরির পর তার ওজন কমে। তাই পরিবহণ ব্যয় কমানাের জন্য অবিশুদ্ধ কাঁচামালনির্ভর শিল্পকেন্দ্রগুলি কাঁচামালের উৎসের কাছে গড়ে ওঠে। 

[ii] বিশুদ্ধ কাঁচামাল: শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলেও যেসব কঁচামালের ওজন কমে না, সেইসব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন—তুলাে, পাট। এক টন তুলাে বা পাট থেকে 1 টন বস্ত্র বা পাটজাত দ্রব্য প্রস্তুত করা হয়। কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যের ওজন একই থাকে বলে পরিবহণ ব্যয়ও একই হয়। এজন্য বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পগুলি কাঁচামালের উৎস থেকে দূরবর্তী স্থানেও গড়ে ওঠে।

2) জল: শিল্প তাে বটেই, শিল্প শ্রমিকদের ব্যবহারের জন্যও চাই স্বচ্ছ জল। এজন্য নদী, হ্রদ প্রভৃতির কাছে শিল্প স্থাপিত হয়। যেমন—দামােদর নদের ধারে দুর্গাপুর লােহা ইস্পাত কারখানা গড়ে উঠেছে। 

3) বিদ্যুৎ: কলকারখানা চালানাের জন্য প্রয়ােজন বিদ্যুৎ তথা শক্তি সম্পদ এবং এক্ষেত্রে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতের গুরুত্ব সবচেয়ে বেশি। এজন্য ইউরােপ ও আমেরিকার শিল্প কারখানাগুলি কয়লাখনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতের বহু শিল্পকারখানা কয়লাখনি ও জলবিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। 

4) জলবায়ু: জলবায়ু শিল্পস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুষ্ক জলবায়ু যেমন ময়দা ও সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং শিল্পের পক্ষে আদর্শ, ঠিক তেমনই আর্দ্র জলবায়ু বস্ত্রশিল্প, পাটশিল্প প্রভৃতি শিল্পের পক্ষে অনুকূল।

B) অপ্রাকৃতিক কারণ: 

1) পরিবহণ: শিল্পের প্রয়ােজনীয় কাঁচামাল ও শক্তিসম্পদ সংগ্রহ, শ্রমিকদের যাতায়াত, উৎপন্ন শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানাের জন্য যে উন্নত ও আধুনিক পরিবহণ ব্যবস্থার প্রয়ােজন, তা যেখানে সহজলভ্য ও সুলভ সেখানে শিল্প গড়ে ওঠে। 

2) শ্রমিক: শিল্পস্থাপনের জন্য দক্ষ ও সুলভ শ্রমিকের প্রয়ােজন হয়। শিল্পস্থাপনে শ্রমিকের এই প্রভাব এতটাই গুরুত্বপূর্ণ যে প্রয়ােজনমতাে তুলাে উৎপাদিত না হলেও প্রধানত সুলভ ও দক্ষ শ্রমিকের সহজলভ্যতার জন্যেই বাংলাদেশে কার্পাস বয়ন শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে। 

3) বাজার: শিল্পজাত দ্রব্যের বাজার অর্থাৎ চাহিদা অনুসারে শিল্প গড়ে ওঠে। যেখানে যে পণ্যের চাহিদা বেশি, সেখানে সেই শিল্পটির বিকাশ ঘটে। যেমন—পশ্চিমবঙ্গে তুলাে উৎপাদিত না হলেও এখানে সুতিবস্ত্রের বিপুল চাহিদা বা বাজার থাকায় হুগলি শিল্পাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের যথেষ্ট উন্নতি ঘটেছে।

4) মূলধন: শিল্প গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়ােজন। শিল্পের প্রয়ােজনীয় জমির ব্যবস্থা, কারখানা স্থাপন, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, শক্তিসম্পদের জোগান প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক মূলধনের প্রয়ােজন হয়। প্রাথমিক অবস্থা পারসি ও গুজরাটি ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মূলধন বিনিয়ােগের কারণেই গুজরাত ও মহারাষ্ট্রে বয়ন শিল্পসহ বিভিন্ন প্রকার শিল্পের অভূতপূর্ব উন্নতি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment