শ্রেণিকক্ষে সমস্যামুলক আচরণ হিসেবে বদমেজাজের কারণ ও প্রতিকারের উপায়সমুহ

শ্রেণিকক্ষে সমস্যামুলক আচরণ হিসেবে বদমেজাজের কারণ ও প্রতিকারের উপায়সমুহ Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

বদমেজাজের কারণ 

বদমেজাজ প্রদর্শনের অন্যতম কারণ হল অবহেলা, আত্মপ্রকাশের সুযােগের অভাব, স্বাধীনভাবে কাজ করার সুযােগের অভাব এবং দাবি আদায়ের প্রচেষ্টা 

প্রতিকারের উপায় 

শৈশবেই এই ধরনের আচরণের প্রতিকার বিশেষ প্রয়ােজন। অন্যথায় পরবর্তী সময়ে ব্যক্তির অভিযােজনে সমস্যা দেখা দিতে পারে | বদমেজাজ দূর করার উপায়গুলি হল— 

[1] আত্মপ্রকাশের সুযােগ দান: শিক্ষার্থীকে আত্মপ্রকাশের সুযােগ দিতে হবে এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে হবে। 

[2] পরামর্শদান: বিদ্যালয়ে বা শ্রেণিকক্ষে শিক্ষার্থী যখন বদমেজাজ প্রদর্শন করে তখন তাকে অন্যান্য শিক্ষার্থীর থেকে পৃথক করে পরামর্শদানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বদমেজাজের ক্ষতিকর দিকটা তাকে বােঝাতে হবে। 

[3] সামর্থ্য অনুযায়ী কাজ করার সুযােগ দান: শিক্ষার্থীকে তার সামর্থ্য অনুযায়ী কাজ দিয়ে তার সাফল্যকে নিশ্চিত করতে হবে, যাতে সে শিক্ষক এবং অন্যদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। 

[4] সহানুভুতি: শিক্ষক ও শিক্ষার্থীর বাবা-মাকে শিক্ষার্থীর সঙ্গে খুব সহানুভূতিশীল হতে হবে৷ 

[5] সহ-পাঠক্রমিক কার্যাবলির সুযােগদান: খেলাধুলা, নাটকাভিনয়, সমাজসেবামূলক কাজ ইত্যাদি সহ-পাঠক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীকে সকলের সঙ্গে একত্রে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয়ের ব্যবস্থা করতে হবে৷ 

[6] মনােচিকিৎসার ব্যবস্থা: ঈর্ষাপরায়ণতার কারণে শিক্ষার্থী যদি এইজাতীয় আচরণ করে তাহলে মনােচিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়ােজন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!