শ্রেণিকক্ষে সমস্যাগুলির তালিকা উল্লেখ করাে।

শ্রেণিকক্ষে সমস্যাগুলির তালিকা উল্লেখ করাে। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

শ্রেণিকক্ষে সমস্যাগুলির তালিকা 

কোয়ারি (Quary) এবং তার সহকারীগণ আচরণগত সমস্যাগুলির বহু প্রচলিত একটি তালিকা প্রস্তুত করেছেন। বাবা-মা, শিক্ষক, জীবন ইতিহাস এবং নির্দিষ্ট প্রশ্নাবলির প্রতিক্রিয়া প্রভৃতি থেকে কয়েকশাে বিশৃঙ্খল আচরণসম্পন্ন শিশুদের তথ্যসংগ্রহ করে এবং পরিসংখ্যানগত কৌশল প্রয়ােগ করে কোয়ারি ও তার সঙ্গীরা একটি তালিকা প্রস্তুত করেছেন। এই তালিকাটি আচরণগত সমস্যার শ্রেণিকরণ হিসেবে গৃহীত হয়েছে, যা নীচে উল্লেখ করা হল— 

আচরণগত বিশৃঙ্খলা ব্যক্তিত্বসংক্রান্ত বিশৃঙ্খলাঅপরিণতসামাজিক দুষ্কৃতি
• দুর্বিনীত• সমাজ থেকে দূরে থাকা• মনােযােগের স্বল্প পরিসর• বিদ্যালয় থেকে পালানাে
• সর্বদা অন্যদের সাথে বিবদমান• দুশ্চিন্তাগ্রস্ততা• চুড়ান্ত নিষ্ক্রিয়তা, দিবাস্বপ্ন• অসামাজিক দল (gang)-এর সঙ্গে যুক্ত
• কর্তৃত্বের মানসিকতা• হীনম্মন্যতা, অপরাধবােধ• অল্পবয়সি শিশুদের সঙ্গে খেলা• চুরি করা
• বদমেজাজি• অত্যন্ত লাজুক, অসুখী মানসিকতা • পরিকল্পনা না করে কাজ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment