সিফ বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি লেখাে। 

সিফ বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি লেখাে।  Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

সিফ বালিয়াড়ির বৈশিষ্ট্য: প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা খুব দীর্ঘ কিন্তু সংকীর্ণ বালিয়াড়িকে বলা হয় সিফ। এর বৈশিষ্ট্যগুলি হল— 

1. বিস্তার ও উচ্চতা : সিফ বালিয়াড়ি 100 কিলােমিটার পর্যন্ত বিস্তৃত এবং এর উচ্চতা 100 মিটার পর্যন্ত হতে পারে। 

2. সমান্তরাল অবস্থান : অনেকসময় পরস্পর সমান্তরালভাবে অনেকগুলি সিফ বালিয়াড়ি গড়ে উঠতে দেখা যায়।

3. শিঙের অবস্থান : কখনাে কখনাে প্রবল বায়ুপ্রবাহে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি বা বারখানের মাঝের অংশ ক্ষয় হয়ে যায় এবং দুই পাশে শিঙের মতাে শিরা দুটি ক্রমশ বড়াে হয়ে অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়িরূপে সমান্তরালভাবে গড়ে ওঠে। 

4. করিডাের : দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে করিডাের বলে। এর মধ্য দিয়ে বায়ু প্রবলবেগে সােজাসুজি প্রবাহিত হয়।

5. আকৃতি : বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ করাত আকৃতির হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!