শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন

শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন
অথবা, শিক্ষার লক্ষ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল’—এই বিষয়টি সংক্ষেপে আলােচনা করাে।   Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks

উত্তর:

শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল : শিক্ষা কোনাে স্থিতিশীল বা স্থায়ী প্রক্রিয়া নয় বরং এটি সচেতন ও গতিশীল প্রক্রিয়া। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত শিক্ষার ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায়, আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল— খাদ্য সংগ্রহ, পরিধেয় বস্ত্র সংগ্রহ, আত্মরক্ষার কৌশল আয়ত্ত করা। প্রাচীনযুগের শিক্ষার লক্ষ্য ছিল পরম জ্ঞানলাভ বা মােক্ষ লাভ। মধ্যযুগে শিক্ষার লক্ষ্য ছিল ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে চরিত্রবান মানুষ তৈরি এবং আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার বিকাশের মধ্য দিয়ে সমাজের কল্যাণসাধন। মােট কথা সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্যের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের মূল কারণগুলি এখানে আলােচনা করা হল : 

[1] সমাজ ও রাষ্ট্রের চাহিদা পরিবর্তন : যে-কোনাে দেশের সমাজ ও রাষ্ট্রের চাহিদা এবং আশা-আকাঙ্ক্ষা শিক্ষার দ্বারাই প্রতিফলিত হয়। সময়ের সাথে সাথে সমাজ ও রাষ্ট্রের চাহিদা ও প্রত্যাশারও পরিবর্তন ঘটে। সেই কারণে শিক্ষার লক্ষ্যের মধ্যে পরিবর্তন ঘটে। 

[2] ব্যক্তির চাহিদার পরিবর্তন : সমাজের এবং রাষ্ট্রের চাহিদার সঙ্গে ব্যক্তির চাহিদাও সম্পর্কযুক্ত। কোনাে রাষ্ট্রের চাহিদা পরিবর্তিত হলে, সেই দেশের জনগণের চাহিদাও পরিবর্তিত হয়। সেই সকল পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ বা পরােক্ষভাবে শিক্ষার মধ্যে প্রতিফলিত হয়। সেই কারণে শিক্ষার লক্ষ্যের মধ্যে পরিবর্তন ঘটতে দেখা যায়। 

[3] জ্ঞানের প্রসার : সমাজ প্রতিনিয়ত জটিল থেকে জটিলতর হচ্ছে। এই জটিল সমাজ পরিস্থিতির ফলে নতুন নতুন চিন্তাধারা ও জ্ঞানের প্রসার ঘটছে। নতুন নতুন জ্ঞানের সঙ্গে জনগণকে পরিচিত করানাের জন্য শিক্ষার লক্ষ্যেরও পরিবর্তন ঘটাতে হচ্ছে। 

[4] বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন : বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত উন্নতি ঘটছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হতে গেলে দরকার বিজ্ঞাননির্ভর শিক্ষা। তাই শিক্ষার লক্ষ্যের পরিবর্তন ঘটানাের প্রয়ােজন দেখা দিয়েছে। 

[5] শিক্ষাক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব : ইন্টারনেটের প্রভাবে আজ সারাবিশ্ব একসূত্রে গাঁথা হয়েছে। বিশ্বের যে-কোনাে প্রান্তের তথ্য ক্ষণিকের মধ্যেই পৌঁছে যাচ্ছে যে-কোনাে মানুষের কাছে। বিশ্বায়নের প্রভাব পড়ছে শিক্ষারও ওপরে। তাই নতুন ভাবধারায় পঠনপাঠন শুরু হয়েছে। এই কারণেই শিক্ষার লক্ষ্য পরিবর্তনের প্রয়ােজনীয়তা রয়েছে।

[6] রাজনৈতিক পটপরিবর্তন : রাজনৈতিক মতাদর্শ পরিবর্তিত হলে শিক্ষার ওপরও তার প্রভাব পড়ে। আমাদের দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রয়েছে। যখন দেশে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং প্রশাসন চালায়, তাদের মতাদর্শের সঙ্গে সংগতি রেখে শিক্ষার লক্ষ্যও পরিবর্তিত হয়। 

[7] অর্থনৈতিক উন্নয়ন : শিক্ষাব্যবস্থা পরিচালনার জন্য অর্থের প্রয়ােজন হয়। অর্থের জোগানের সঙ্গে সংগতি রেখে শিক্ষাব্যবস্থাতেও পরিবর্তন ঘটানাে হয়। পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ হলে বৃত্তি, কারিগরি ও অন্যান্য শিল্পনির্ভর শিক্ষাতে বিনিয়ােগের পরিমাণ বাড়ে। সেই সঙ্গে শিক্ষার লক্ষ্যও পরিবর্তিত হয়। 

[8] আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা বিষয়ে নতুন ভাবনা : প্রতিটি বিশ্ববাসীর জন্য শিক্ষার ব্যবস্থা, নিয়মবর্জিত শিক্ষাব্যবস্থা, জীবনব্যাপী শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা ইত্যাদি বিষয়গুলি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন থেকে উদ্ভূত ধারণা। শিক্ষার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আন্তর্জাতিক এই ধারণাগুলির প্রভাব অনস্বীকার্য। আন্তর্জাতিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলির পরিপ্রেক্ষিতে প্রতিটি দেশের শিক্ষার লক্ষ্যে পরিবর্তন সাধিত হয়।

উপরােক্ত আলােচ্য বিষয়গুলির পরিপ্রেক্ষিতে বলা যায় যে, শিক্ষার লক্ষ্য কখনােই অপরিবর্তনীয় নয়। বরং সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তি, সমাজ ও বিশ্ব প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে শিক্ষার লক্ষ্য পরিবর্তনীয়। দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন এবং ব্যক্তির সার্বিক বিকাশের জন্য শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল এবং যুগােপযােগী।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment