শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন – এ বিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করাে

শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন’–এবিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করাে। 
অথবা, শিক্ষাক্ষেত্রে জাতীয় বিকাশের লক্ষ্যটি আলােচনা করাে। 
অথবা, শিক্ষার লক্ষ্য হিসেবে জাতীয় বিকাশ সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে। 
অথবা, জাতীয় উন্নয়ন বলতে কী বােঝ? শিক্ষা কীভাবে জাতীয় উন্নয়নে সাহায্য করে?  
Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks

উত্তর:

শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন : উন্নয়ন বলতে সব মানুষের সার্বিক অগ্রগতি বা প্রগতিকে বােঝানাে হয়। সঠিক অর্থে,উন্নয়ন হল মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি, সচ্ছলতা এবং সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলির উপযুক্ত বিকাশ। জাতীয় উন্নয়ন বা জাতীয় বিকাশ বলতে বােঝায় কৃষি, শিল্প, শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, যােগাযােগ, অর্থনীতি প্রভৃতি দিক থেকে কোনাে একটি দেশের প্রগতি বা বিকাশ। জাতীয় উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য হল—

(i) দেশের বা রাষ্ট্রের প্রতিটি মানুষের নাগরিক অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ নেওয়া এবং দেশের প্রতিটি মানুষের আর্থিক উন্নয়ন ঘটানাে।

(ii) দেশের জনসাধারণের মধ্যে বিশ্বাস ও আস্থার বাতাবরণ সৃষ্টি করা এবং প্রতিটি মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা।

(iii) নিরক্ষতার নাগপাশ থেকে দেশের আপামর জনগণকে রক্ষা করা এবং তাদের মধ্য থেকে যাবতীয় কুসংস্কার দূর করার ব্যবস্থা করা।

(iv) জনসাধারণের মধ্যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা এবং সামাজিক অসাম্য দূর করে সব ধরনের মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা।

(v) স্ত্রী ও পুরুষের মধ্যে মর্যাদা, আয় এবং অন্যান্য বিভিন্ন ধরনের সুযােগসুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা।

জাতীয় উন্নয়ন বা বিকাশের বিষয়ে কোঠারি কমিশনের বক্তব্য : 1965–66 খ্রিস্টাব্দের কোঠারি কমিশন জাতীয় উন্নয়ন বা বিকাশকে শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করার কথা উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে জাতীয় উন্নয়নের লক্ষ্যটিকে পূরণ করার বিষয়ে চারটি দিকের কথা উল্লেখ করা হয়েছে। এগুলি হল—

(i) জাতীয় উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। 

(ii) জাতীয় ঐক্য বজায় রাখার ব্যবস্থা করতে হবে। 

(iii) প্রাচীন ভাবধারার পরিবর্তনসাধন করতে হবে।

(iv) জনগণের মধ্যে সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবােধ গড়ে তুলতে হবে। 

জাতীয় বিকাশে বা উন্নয়নে শিক্ষার উপযােগিতা : জাতীয় বিকাশ বা উন্নয়নের জন্য শিক্ষা অপিরিহার্য বিষয়। এর জন্য করণীয় বিষয়গুলি হল : 

(i) দেশের প্রতিটি নাগরিককে জাতীয় শিক্ষানীতির আওতায় নিয়ে আসা। অর্থাৎ শিক্ষার বৈষম্য দূর করা। 

(ii) শিক্ষার পাঠক্রমে দলগত কাজের ব্যবস্থা করা। 

(iii) শিক্ষার অন্তর্গত নানান কাজের মধ্য দিয়ে শ্রমের মর্যাদা বৃদ্ধি করা এবং শ্রমের প্রতি শ্রদ্ধা জাগ্রত করা। 

(iv) শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীকে স্বাধীনভাবে চিন্তা করতে দেওয়া ও সৃজনশীলতার বিকাশে সহায়তা করা। 

(v) দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা বা ভাবধারার বিকাশ সাধন করা।

(vi) দেশের সর্বস্তরে বৈষম্য দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা। 

জাতীয় বিকাশ বা উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার কাঠামাে : ব্যক্তি ও সমাজের বিকাশের পাশাপাশি জাতীয় বিকাশ বা উন্নয়নের লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য যে-ধরনের শিক্ষাব্যবস্থার দরকার, তা এখানে আলােচনা করা হল :

[1] জাতীয় শিক্ষানীতি অনুসরণ : জাতীয় বিকাশ বা 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন – এ বিষয়ে সংক্ষিপ্ত আলােচনা করাে”

Leave a Comment