শিখন ও পরিনমনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো লেখ

উত্তরঃ-

শিখন ও পরিনমন ব্যক্তির জীবন বিকাশের প্রক্রিয়া হলেও বৈশিষ্ট্যগত দিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখা যায় –

সাদৃশ্য:-

শিখনপরিনমন
শিখন ব্যক্তিনির্ভর প্রক্রিয়াপরিনমন ব্যক্তির উপর প্রক্রিয়া 
শিখন ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করেপরিনমন ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করে
শিখনের ফলে ব্যক্তির জীবন বিকাশ ঘটে। তা আচরণ ধারার মাধ্যমে প্রকাশ পায়পরিণমনের ফলে ব্যক্তির জীবন বিকাশ ঘটে। তা আচরণের মধ্যে প্রকাশ পায়
শিখন হল একপ্রকার বৃদ্ধি বা বিকাশের প্রক্রিয়াপরিণমনও একটি বৃদ্ধি বা বিকাশের প্রক্রিয়া
শিখনের ফলে আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সাধিত হয়।পরিণমনের ফলেও আচরণের উৎকর্ষসাধন হয়

বৈসাদৃশ্য:-

শিখনপরিনমন
1. শিখন হল সেই প্রক্রিয়া, যার সাহায্যে ব্যক্তি বা শিশু তার আচরণের মধ্যে এমন পরিবর্তন আনে যা পরিবেশের সঙ্গে তাকে মানিয়ে নিতে সাহায্য করে।1. পরিণমন হল জন্মগত সম্ভাবনাগুলো বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া, যেগুলির মাধ্যমে ব্যক্তি বা শিশুর আচরণগত পরিবর্তন আসে।
2. শিখন হল একটি ধারাবাহিক জীবন বিকাশের প্রক্রিয়া2. পরিনমন হল একটি নির্দিষ্ট সময় ভিত্তিক জীবন বিকাশের
3. শিখন ব্যক্তির সচেতনতা দ্বারা সংঘটিত হয়3. পরিনমন ব্যক্তির সচেতনতা ছাড়াই সংঘটিত হয়
4. শিখন হল একটি কৃত্রিম প্রক্রিয়া4. পরিনমন হল একটি স্বাভাবিক প্রক্রিয়া
5. শিখন একটি মানসিক প্রক্রিয়া5. পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া
6. শিখনে ব্যক্তির মানসিক প্রস্তুতি একান্ত প্রয়োজন6. পরিণানের ব্যক্তির মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না
7. শিখন চাহিদা নিয়ন্ত্রিত প্রক্রিয়া অর্থাৎ চাহিদাগত পরিতৃপ্তির প্রয়োজন শিখন ঘটে। 7. পরিনমন চাহিদার উপর নির্ভরশীল নয়
8. শিখনকে দৃঢ় করতে গেলে শিক্ষণীয় বিষয় অনুশীলনের প্রয়োজন হয়8. পরিণমনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না
9. শিখন একটি প্রশিক্ষণনির্ভর প্রক্রিয়া।অর্থাৎ শিখনের মানুন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়।9. পরিণমনের জন্য কোন প্রকার প্রশিক্ষণের প্রয়োজন হয় না
10. শিখন পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল।10. পরিণমন শর্তনিরপেক্ষ প্রক্রিয়া।
11. শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া৷ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটি চলে।11. পরিণমন স্বাভাবিক প্রক্রিয়া হওয়ায় তার কোন প্রয়োজন নেই।
12.লিঙ্গভেদে শিখনে কোন পার্থক্য দেখা যায় না ৷12.লিঙ্গভেদে পরিণমনে পার্থক্য দেখা যায়। 
13. শিখন কোন নির্দিষ্ট ধারা মেনে চলে না।13. পরিণমন নির্দিষ্ট ধারা মেনে চলে।

Read Also

আগ্রহের শ্রেণীবিভাগ করো | শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তুলতে হলে কি করা উচিত

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!