প্রশ্ন: সিনগ্যামি কাকে বলে? ইহা কত প্রকারের ও কী কী ? প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও।
উত্তর:
সিনগ্যামি : যে যৌন জনন পদ্ধতিতে দুটি ভিন্ন ধর্মী জনন কোশ (পুং ও স্ত্রী গ্যামেট) সম্পূর্ণরপে এবং স্থায়ীভাবে মিলিত হয়ে নতুন সৃষ্টি করে তাকে সিনগ্যামি বলে।
গ্যামেটের আকৃতি ও প্রকৃতি অনুসারে সিনগ্যামি তিনপ্রকারের হয়। যথা —
আইসােগ্যামি (Isogamy), অ্যানাইসােগ্যামি (Anisogamy), উগ্যামি (Oogamy)
আইসােগ্যামি (Isogamy) : যে প্রকার সিনগ্যামিতে শরীর বৃত্তীয়ভাবে ভিন্ন কিন্তু অঙ্গসংস্থানগত ভাবে একই রকমের দুটি গ্যামেট মিলিত হয় তাকে আইসােগ্যামি বলে।
উদাহরণ : ক্ল্যামাইডােমােনাস নামক শৈবাল, মনােসিস্টিস নামক প্রাণী ইত্যাদিতে দেখা যায়।
অ্যানাইসােগ্যামি : যে প্রকার সিনগ্যামিতে ভিন্ন আকৃতির গ্যামেট মিলিত হয় তাকে অ্যানাইসােগ্যামি বলে। উদাহরণ – স্পাইরােগাইরা, ক্ল্যামাইডােমানাস ইত্যাদি শৈবালে দেখা যায়।
উগ্যামি : যে প্রকার সিনগ্যামিতে স্ত্রী গ্যামেটটি আকারে বড় ও নিশ্চল প্রকৃতির এবং পুং গ্যামেটটি ছােট ও সচল প্রকৃতির হয় তাকে উগ্যামি বলে।
উগ্যামি একপ্রকারের অ্যানাইসােগ্যামি। ইহা, মানুষসহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীতে এবং সপুষ্পক উদ্ভিদে দেখা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।