দশম শ্রেনী (মাধ্যমিক) সিপাহি বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়?

সিপাহি বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়? 

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে জনগণের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখাে। অথবা, সিপাহি বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়?  4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ১৮৫৭ খ্রিস্টাব্দের অভ্যুত্থান সিপাহিদের দ্বারা সূচিত হলেও এই বিদ্রোহ শুধু সিপাহিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি।

জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ :- 

১) দিল্লি, লখনউ, অযােধ্যা প্রভৃতি অঞ্চলে জনগণ তাদের বল্লম, টাঙ্গি, ছুরি, দা, কাস্তে প্রভৃতি নিয়ে বিদ্রোহী সিপাহিদের সঙ্গে যােগ দেয় এবং কোম্পানির অনুগত সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

২) দিল্লি, অযােধ্যা, কানপুর, লখনউ সমেত প্রায় গােটা উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট নষ্ট করে কোম্পানির সেনাবাহিনীর রসদপত্র সরবরাহের কাজে বাধা দেওয়া হয়।  

৩) গ্রামাঞলে সুদখাের মহাজন ও নতুন জমিদারদের বাড়িঘর ও কাছারি লুঠ করা হয়। 

মহাবিদ্রোহে জনগণের পরােক্ষ অংশগ্রহণ :

১) স্থানীয় ভৃত্য, পরিচায়ক ও আয়ারা তাদের কাজকর্ম বন্ধ করে দিয়ে ইংরেজদের বিপদে ফেলেছিল।

২) বিভিন্ন অঞ্চলের জনগণ ইংরেজদের কাছে বিদ্রোহী সিপাহিদের গতিবিধি সম্পর্কে খবরাখবর গােপন রাখত এবং উপজাতি অঞলের পুরুষ ও মহিলারা নানাভাবে বিদ্রোহীদের সাহায্য করত। 

উপসংহার : এভাবে দেখা যায় যে, বিদ্রোহী সিপাহিদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে জনগণ প্রত্যক্ষ ও পরােক্ষভাবে বিদ্রোহে শামিল হয়ে বিদ্রোহের চরিত্রকেই বদলে দিয়েছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment