সিটাডেল কী?
অথবা, টীকা লেখাে: সিটাডেল। 5 Marks/Class 6
উত্তর:–
সুচনা: সিটাডেল হল হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ এলাকা।
সিটাডেল :
[1] পরিচয়: হরপ্পার নগরগুলির বসতি এলাকা দুভাগে বিভক্ত ছিল। একটি ছিল উঁচু ঢিবি এলাকা অপরটি ছিল নীচু এলাকা। নগরের উঁচু এলাকাগুলিকে প্রত্নতাত্ত্বিকরা সিটাডেল নাম দিয়েছেন।
[2] অবস্থান : সিটাডেল এলাকাটি বানানাে ঢিবির ওপর অবস্থিত থাকত। এগুলি সাধারণত নগরের উত্তর বা উত্তর-পশ্চিমদিকে অবস্থিত ছিল।
[3] বৈশিষ্ট্য :
(i) সিটাডেল এলাকাটি সাধারণত আয়তকার হত।
(ii) শহরের উঁচু এলাকায় এগুলি তৈরি করা হত।
(iii) সিটাডেলগুলির বেশিরভাগই ছিল বসত বাড়ি।
(iv) সিটাডেলগুলিতে নগরের প্রধান বা বিশিষ্ট ব্যক্তিরই বসবাস করত।
(v) এই এলাকা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকত।
(vi) চানহুদাড়াে বাদে হরপ্পার প্রায় সব নগরেই সিটাডেল ছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
এটি আরেকটু ভালো ভাবে দিলে খুব ভালো হতো।