সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার যন্ত্রটির পরিচয় দাও।

সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার যন্ত্রটির পরিচয় দাও। Class 10 | Geography | 5 Marks

উত্তর: সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার

দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উয়তা পরিমাপ করার জন্য যে তাপমান যন্ত্রটি ব্যবহৃত হয়, তার নাম সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার (Six’s Maximum and Minimum Thermometer) James Six এই তাপমান যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটির সাহায্যে যেমন দিনের (24 ঘণ্টার) সর্বোচ্চ ও সর্বনিম্ন উয়তা নথিভুক্ত করা যায়, তেমন নথিভুক্ত উয়তার সাহায্যে দৈনিক গড় উয়তা, মাসিক গড় উয়তা এবং বার্ষিক গড় উয়তা নিরূপণ করাও সম্ভব হয়। 

থার্মোমিটারের পরিচয়: 1) এই থার্মোমিটারটি দেখতে অনেকটা ইংরেজি অক্ষর U-এর মতাে, যেটি একটি ফ্রেমের মধ্যে খাড়াভাবে। আটকে রাখা থাকে। 2) ওই U-আকৃতির থার্মোমিটারটি হল প্রকৃতপক্ষে দুটি বাহু এবং সমব্যাসের সূক্ষ্ম ছিদ্রযুক্ত কাচের নল বা টিউব।3) ওই দই বাহুর ওপর দুটি বালব বা কুণ্ড লাগানো থাকে । এই কাচের নল বা টিউবটির দুই বাহুর একটি নির্দিষ্ট অংশ। পর্যন্ত পারদপূর্ণ এবং বাকি অংশ (বামদিকের বাহুর C থেকে A এবং থার্মোমিটার ডানদিকের বাহুর D থেকে P পর্যন্ত) লঘিষ্ঠ গরিষ্ঠ অ্যালকোহলপূর্ণ থাকে। 5) দুই বাহুর পারদপ্রান্তের ঠিক ওপরে দুটি হালকা ইস্পাতের সূচক (I, এবং 1,) থাকে, যা উষ্ণতার মান নির্দেশ করে। 6) পারদের তুলনায় সূচক দুটি হালকা বলে পারদের ওপর সহজেই ভেসে থাকে 7) সূচক দুটির সঙ্গে স্প্রিং লাগানাে থাকে। তাই নলের মধ্যে যখন পারদের উচ্চতা বাড়ে সূচক দুটি ওপরে উঠে যায়, কিন্তু পারদের উচ্চতা কমলেও সূচক দুটি নীচে নামে না। এর কারণ, স্প্রিং লাগানাে থাকে বলে সহজেই নলের গায়ে আটকে যায়। ৪) U-আকৃতির ওই কাচের নলের দুই বাহুর দু-দিকে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল আঁকা থাকে। এর মধ্যে বামদিকের নলের অর্থাৎ লঘিষ্ঠ থার্মোমিটারের দুদিকের তাপমান স্কেল ওপর থেকে নীচের দিকে বাড়ে এবং ডানদিকের নলে বা গরিষ্ঠ ও থার্মোমিটারের তাপমান স্কেল নীচে থেকে ওপরের দিকে বাড়ে। 

সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্মতা নথিভুক্ত করার পদ্ধতি : U-আকৃতির কাচের নল বা টিউবটির ডানদিকের বাহুর অর্থাৎ গরিষ্ঠ থার্মোমিটারের সূচকটির (I2) নিম্নপ্রান্তের অবস্থান দেখে সর্বোচ্চ উয়তা ও বামদিকের বাহুর অর্থাৎ লঘিষ্ঠ থার্মোমিটারের সূচকটির (I1) নিম্নপ্রান্তের অবস্থান দেখে সর্বনিম্ন উয়তা নথিভুক্ত করা হয়। সাধারণত প্রতি 24 ঘণ্টা অন্তর নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন উয়তা নথিভুক্ত করা হয়। প্রতিদিন এভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন উন্নতা নথিভুক্ত করার পর, পরের দিনের সঠিক উয়তা পাবার জন্য চুম্বকের সাহায্যে সূচক দুটিকে (I2 এবং I2) দুই বাহুর পারদপ্রান্তে লাগিয়ে দিতে হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার যন্ত্রটির পরিচয় দাও।”

Leave a Comment