প্রশ্ন: স্নায়বিক পথ কাকে বলে ? স্নায়বিক পথটি সংক্ষেপে আলােচনা করাে।
উত্তর:
স্নায়বিক পথ : যে উদ্দীপনা গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌছায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পুনরাই উদ্দীপনা কারকে এসে সাড়া প্রদান সাহায্য করে সেই পথকে স্নায়বিক পথ বলে।
স্নায়বিক পথের সংক্ষিপ্ত আলােচনা : পরিবেশের বিভিন্ন উদ্দীপআ গ্রাহকের মাধ্যমে স্নায়ু গ্রহণ করে এবং সংজ্ঞাবহ নিউরােন দিয়ে স্নায়বি কেন্দ্র অর্থাৎ মস্তিস্ক ও সুষুম্নাকাণ্ড প্ররণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিস্ক ও সুষুম্নাকান্ড উদ্দীপনাকে বিশ্লেষণ করে পুনরাই আজ্ঞাবহ নিউরােন দিয়ে উদ্দীপনা কারকে প্রেরণ করে। কারকে উদ্দীপনা পৌঁছালে কারক উদ্দীপিত হয় এবং সাড়া প্রদানে সহায়তা করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।