লােয়েস ভূমি বা লােয়েস সমভূমি কী ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
ধারণা: মরুভূমির খুব সূক্ষ্ম বালি মিশ্রিত পলিকণা বায়ুপ্রবাহের মাধ্যমে বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে সৃতি হলে তাকে লােয়েস বলে। এগুলি সাধারণত পীত বা হলুদ রঙের হয়। অতি সূক্ষ্ম বালি ও পলিমিশ্রিত বায়ুপ্রবাহ জলাভূমি, উচ্চভূমি, গাছ প্রভৃতি দ্বারা বাধাপ্রাপ্ত হলে সেখানে অধঃক্ষিপ্ত হয়ে লােয়েস ভূমি গঠন করে। এভাবে বিস্তৃত এলাকায় লােয়েস সঞ্চিত হয়ে যখন সমভূমি গঠন করে তাকে লােয়েস সমভূমি বলে।
উদাহরণ: মধ্য এশিয়ার গােবি মরুভূমি থেকে হাজার হাজার বছর ধরে শীতের সময় মৌসুমি বায়ুর মাধ্যমে বিপুল পরিমাণ বালিরাশি উত্তর চিনের হােয়াংহাে নদী উপত্যকায় সঞ্চিত হয়ে লােয়েস সমভমি গঠন করেছে। এর গভীরতা 30 থেকে 200 মিটার। একইভাবে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে সূক্ষ্ম বালি ও পলিকণা উড়ে এসে ইজরায়েলের দক্ষিণাংশে লােয়েস সমভূমি গঠন করেছে। পৃথিবীর অন্যান্য স্থানেও কিছু লােয়েস ভূমি দেখা যায়, যেমন—ইউরােপের ফ্রান্সে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি নদী উপত্যকার কোনাে কোনাে স্থানে এবং ভারতের উত্তর গুজরাটে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।