সােমপ্রকাশ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে। অথবা, কোন অপরাধে সােমপ্রকাশ পত্রিকা নিষিদ্ধ ঘােষিত হয়

প্রশ্ন: সােমপ্রকাশ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে।

অথবা, কোন অপরাধে সােমপ্রকাশ পত্রিকা নিষিদ্ধ ঘােষিত হয়? (প্রশ্নের মান ৪)

উত্তর: আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সাময়িক পত্রিকা ও সংবাদপত্রগুলির ভূমিকা তাৎপর্যপূর্ণ। বাংলাভাষায় রচিত এই সাময়িক পত্রিকাগুলির মধ্যে অন্যতম হল ‘সােমপ্রকাশ’।

প্রকাশক ও প্রকাশকাল:- ১৮৫৮ খ্রিষ্টাব্দের ১৫ নভেম্বর বিদ্যাসাগরের সহায়তায় সাপ্তাহিক পত্রিকা সােমপ্রকাশ কলকাতার ১-সিদ্ধেশ্বরচন্দ্র লেন থেকে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন বিদ্যাসাগরের বন্ধু দ্বারকানাথ বিদ্যাভূষণ।

গুরুত্ব:- উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধের উদারপন্থী বাঙালি মধ্যবিত্তের প্রধান মুখপত্র ছিল সােমপ্রকাশ। পত্রিকাটিতে – 

(১) ভারতের ব্রিটিশ শাসনে ও বিচার ব্যবস্থার স্বরূপ তুলে ধরা এবং কড়া সমালােচনা করা হয়েছে।

(২) মার্জিত রুচি, প্রাঞ্জল ভাষা ও নির্ভীক সমালােচনা ছিল পত্রিকাটির প্রধান বৈশিষ্ট্য। 

(৩) দিনের পর দিন পত্রিকাটিতে প্রচলিত শিক্ষা, সমাজ, অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত লেখা প্রকাশিত হয়।

(৪) বিধবা বিবাহ, বহুবিবাহ, সতীদাহপ্রথা, কন্যা সন্তান বিসর্জন, কৌলিন্যপ্রথা, শিক্ষার বিস্তার, বিজ্ঞান চর্চা, কৃষকদের দুরাবস্থা প্রভৃতি বিষয়ে জনমত গঠনের প্রয়াস পরিলক্ষিত হয়।

(৫) রাজনৈতিক আলােচনা বিশেষত ইলবার্টবিলের সমর্থনে প্রচার, সংবাদপত্র, পুরসভা আইন, ইংরেজ বিচার পদ্ধতির বিরুদ্ধে প্রচার এবং সমকালীন সমাজ ও সভ্যতার বাস্তবতা জানার জন্য সােমপ্রকাশ ছিল নির্ভরযােগ্য দলিল। 

দ্বারকানাথ বিদ্যাভূষণের প্রচেষ্টায় সােমপ্রকাশ প্রথম থেকেই ব্রিটিশের অপকর্মের বিরুদ্ধে প্রচার চালাতে থাকে। ফলে রাজরােষে ১৮৭৮ খ্রিস্টাব্দে লিটনের দেশীয় সংবাদ পত্র আইনে সােমপ্রকাশের প্রকাশ বন্ধ হয়ে যায়। যদিও ১৮৮৩ খ্রিঃ কলকাতার মীর্জাপুর থেকে নবরূপে পত্রিকাটির প্রকাশ শুরু হয়।

Read Also

সােমপ্রকাশ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে। অথবা, কোন অপরাধে সােমপ্রকাশ পত্রিকা নিষিদ্ধ ঘােষিত হয়

খেলার ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে। অথবা, তুমি খেলার ইতিহাস চর্চাকে কীভাবে ব্যাখ্যা করবে।

সমাজসংস্কার আন্দোলনে রাজা রামমােহন রায়ের ভূমিকা আলােচনা কর ?

মুসলিম সমাজের অগ্রগতিতে আলীগড় আন্দোলন বা সৈয়দ আহমেদ খানের অবদান আলােচনা করাে

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment