সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে কী কী পার্থক্য আছে? Class 10 | Geography (বারিমণ্ডল) | 5 Marks
উত্তর:-
সমুদ্রস্রোত ও সামুদ্রতরঙ্গের মধ্যে পার্থক্য: সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল –
বিষয় | সমুদ্রস্রোত | সমুদ্রতরঙ্গ |
চলন | সমুদ্রস্রোত হল সমুদ্রজলের একমুখী চলন। | সমুদ্রতরঙ্গ হল সমুদ্রপৃষ্ঠে জলরাশির ঘূর্ণায়মান প্রবাহের পর্যায়ক্রমিক লম্বভাবে ওঠানামা। |
উৎপত্তি | বায়ুপ্রবাহ, পৃখিবার আবর্তন গতি, সমুদ্রজলের লবণতা, উষ্ণতা ও ঘনত্বের পার্থক্য সমুদ্রস্রোতের উৎপত্তির কারণ। | সমুদ্রতরঙ্গ সাময়িক এবং অনিয়মিত। |
উপকূলের সঙ্গে প্রবাহের প্রকৃতি | সমুদ্রস্রোত উপকূলরেখার সঙ্গে অনুভূমিকভাবে বয়ে যায় | সমুদ্রতরঙ্গ উপকূলরেখার সঙ্গে সমকোণে প্রবাহিত হয়। |
ধরন | সমুদ্রস্রোত উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়। | সমুদ্রতরঙ্গ উপকূলে এসে আছড়ে পড়ে। |
কাজের বৈশিষ্ট্য | সমুদ্রস্রোত প্রধানত বহনকার্য করে। | সমুদ্রতরঙ্গের মাধ্যমে সামুদ্রিক ক্ষয়, বহন ও সঞ্জয় কাজ হয়। |
প্রকারভেদ | তাপমাত্রা অনুযায়ী সমুদ্রস্রোত দুরকমের হয়। যথা—উষ্ণস্রোত এবং শীতলস্রোত। | তাপমাত্রার ভিত্তিতে সমুদ্রতরঙ্গের আলাদা কোনাে বিভাজন নেই। |
নিয়ন্ত্রণ | সমুদ্রস্রোত যে অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। | সমুদ্রতরঙ্গ উপকূলের ভূমিরূপকে নিয়ন্ত্রণ করে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।