সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে কী কী পার্থক্য আছে?

সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে কী কী পার্থক্য আছে? Class 10 | Geography (বারিমণ্ডল) | 5 Marks

উত্তর:-

সমুদ্রস্রোত ও সামুদ্রতরঙ্গের মধ্যে পার্থক্য: সমুদ্রস্রোত এবং সমুদ্রতরঙ্গের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল –

বিষয়সমুদ্রস্রোতসমুদ্রতরঙ্গ
চলনসমুদ্রস্রোত হল সমুদ্রজলের একমুখী চলন।সমুদ্রতরঙ্গ হল সমুদ্রপৃষ্ঠে জলরাশির ঘূর্ণায়মান প্রবাহের পর্যায়ক্রমিক লম্বভাবে ওঠানামা।
উৎপত্তিবায়ুপ্রবাহ, পৃখিবার আবর্তন গতি, সমুদ্রজলের লবণতা, উষ্ণতা ও ঘনত্বের পার্থক্য সমুদ্রস্রোতের উৎপত্তির কারণ।সমুদ্রতরঙ্গ সাময়িক এবং অনিয়মিত।
উপকূলের সঙ্গে প্রবাহের প্রকৃতিসমুদ্রস্রোত উপকূলরেখার সঙ্গে অনুভূমিকভাবে বয়ে যায়সমুদ্রতরঙ্গ উপকূলরেখার সঙ্গে সমকোণে প্রবাহিত হয়।
ধরনসমুদ্রস্রোত উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়।সমুদ্রতরঙ্গ উপকূলে এসে আছড়ে পড়ে।
কাজের বৈশিষ্ট্যসমুদ্রস্রোত প্রধানত বহনকার্য করে।সমুদ্রতরঙ্গের মাধ্যমে সামুদ্রিক ক্ষয়, বহন ও সঞ্জয় কাজ হয়।
প্রকারভেদতাপমাত্রা অনুযায়ী সমুদ্রস্রোত দুরকমের হয়। যথা—উষ্ণস্রোত এবং শীতলস্রোত।তাপমাত্রার ভিত্তিতে সমুদ্রতরঙ্গের আলাদা কোনাে বিভাজন নেই।
নিয়ন্ত্রণসমুদ্রস্রোত যে অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।সমুদ্রতরঙ্গ উপকূলের ভূমিরূপকে নিয়ন্ত্রণ করে। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment