সমুদ্র থেকে দূরত্ব অনুসারে ভারতের অবস্থান নির্ণয় করাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
সমুদ্র থেকে দূরত্ব অনুসারে ভারতের অবস্থান : এশিয়ার দক্ষিণপর্বে অর্থাৎ ভারত মহাসাগরের উত্তরে ভারত অবস্থিত। ভারতের দক্ষিণের উপদ্বীপ অংশের পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর থাকায় ভারতকে বলে উপদ্বীপ। ভারতের তিনদিকে সমুদ্র থাকায় দেশের কোনাে অংশই সমুদ্র থেকে 1700 কিমির বেশি দূরে অবস্থিত নয়। ভারতের স্থলসীমার মােট দৈর্ঘ্য 15200 কিমি আর উপকূলরেখার মােট দৈর্ঘ্য প্রায় 7517 কিমি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।