সােনালি চতুর্ভুজ ও উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম করিডাের কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
সােনালি চতুর্ভুজ : ভারতের চারদিকে অবস্থিত চারটি মহানগর, যথা কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের ও প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে, তাকে সােনালি চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর পঞ্চম দীর্ঘতম সড়ক প্রকল্প। জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের (NHDP) অধীনে 5846 কিমি দীর্ঘ এই জাতীয় সড়কটি 4-6 লেনবিশিষ্ট। এর মধ্যে 1.দিল্লি কলকাতা সড়কটি 1453 কিমি, 2.চেন্নাইমুম্বাই সড়কটি 1290 কিমি, 3. কলকাতা-চেন্নাই জাতীয় সড়কপথটি 1684 কিমি এবং ঐ মুম্বই-দিল্লি সড়কটি 1419 কিমি দীর্ঘ [Source: NHAI]। মালয়েশিয়ার একটি সড়ক নির্মাণকারী সংস্থা উন্নত যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে।
উত্তর-দক্ষিণ করিডাের: ভারতের উত্তরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরকে যে উন্নত ও প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারীর সঙ্গে যুক্ত করা হয়েছে, এই সড়কপথকে বলে উত্তর-দক্ষিণ করিডোের। এটি 4000 কিমি দীর্ঘ।
পূর্ব-পশ্চিম করিডাের: পূর্বে অসমের শিলচর থেকে পশ্চিমে গুজরাতের পােরবন্দর পর্যন্ত বিস্তৃত অতি উন্নত ও প্রশস্ত জাতীয় সড়কপথটিকে বলে পূর্ব-পশ্চিম করিডাের। এর মােট দৈর্ঘ্য 3142 কিমি। সুতরাং, উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম করিডরের মােট দৈর্ঘ্য 7142 কিমি। এটি বর্তমান ভারতের চলমান জাতীয় সড়কপথ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড়াে প্রকল্প।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।