সনেট কী | সনেটের বৈশিষ্ট্য গুলি লেখ

সনেট কী | সনেটের বৈশিষ্ট্য গুলি লেখ

Ans:

অক্ষরবৃত্ত রীতিতে রচিত 14 বা 18 মাত্রার পংক্তিতে সমন্বিত, যেখানে থাকে অন্ত্যমিল এবং যেখানে মােট 14 চরণে অষ্টক ও ষটক বিভাজনের মাধ্যমে একটি ভাবের প্রকাশ ও বিশ্লেষণ থাকে তাকে বলে সনেট।

সনেটের বৈশিষ্ট্য :

1. সনেটের চরণ সংখ্যা নির্দিষ্ট। 14টি চরণে তা সম্পূর্ণ হয়। অক্ষরবৃত্ত রীতির পয়ার বা মহাপয়ারের ওপর সনেট প্রতিষ্ঠিত। পয়ারে প্রতিষ্ঠিত সনেটের প্রতি চরণে থাকে 14 মাত্রা এবং মহাপয়ারে প্রতিষ্ঠিত সনেটের মাত্রা সংখ্যা 18 হয়ে থাকে। 

2. সনেটের 14টি চরণ 2টি স্তবকে বিভক্ত। প্রথম চরণ ৪টি চরণ নিয়ে গঠিত, একে বলে অষ্টক। এবং দ্বিতীয় চরণ যা 6টি চরণ নিয়ে গঠিত, তাকে বলে ষটক। অষ্টকে যে ভাবটি প্রকাশিত হয় ষটকে সেই ভাবটির ব্যাখ্যা ও বিশ্লেষণ থাকে। 

3. প্রধানত তিনটি রীতি অনুসরণ করে অষ্টক ও ষটকের মিত্রাক্ষর রচিত হয়। যথা —

(ক) পেত্রার্কীয় রীতি : অষ্টক – ABBA, ABBA
ষটক- CDCD CD অথবা CDE CDE

(খ)শেক্সপীয়রীয় রীতি : অষ্টক – ABAB, CDCD,
ষটক – EF EF GG 

(গ)ফরাসী সনেট :অষ্টক – ABBA, ABBA
ষটক – CC DE DE অথবা CC DE ED 

4. সনেটের ভাষাকে হতে হয় স্পষ্ট, সহজ, বােধগম্য ও রুচিশীল পরিমিত কথায় এখানে গভীর ভাব প্রকাশ করতে হয় বলে ভাষার প্রকাশ ক্ষমতার ওপর জোর পড়ে বেশি। ভাষাকে বক্তব্য প্রকাশের উপযােগী করে তােলা সনেটকারের লক্ষ্য। এজন্যই সনেটকার পরিশীলিত ভাষা চর্চা করেন।

5. সনেটের গাম্ভীর্য বজায় রাখার জন্য প্রেমকেই সাধারণত সনেটের বিষয় করা হয়। মিল্টন অবশ্য প্রেম ছাড়া অন্যান্য বিষয়ের ওপর ও সনেট রচনা করেছিলেন।

    বাংলা সাহিত্যে সনেট রচনা করে খ্যাতি লাভ করেছেন মাইকেল মধুসূদন ।তিনিই প্রথম বাংলা কাব্যে সনেট রচনা করেন। তারপর রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ সেন, মােহিতলাল প্রমুখ কবিরা সনেট রচনায় চরম কৃতিত্ব দেখিয়েছেন। 

শেক্সপীয়রীয় রীতির সনেটের একটি উদাহরণ :

কেন গাে এমন স্বরে। বাজে তবে বাঁশী A
মধুর সুন্দর রূপে । কেঁদে উঠে হিয়া B
রাঙা অধরের কোণে | হরে মধু হাসি A
পুলকে যৌবন কেন । উঠে বিকশিয়া। B
কেন তনু-বাহু ডােরে । ধরা দিতে চায়, C
ধায় প্রাণ দুটি কালাে । আঁখির উদ্দেশ্যে, D
হায় যদি এত লজ্জা। কথায় কথায় C
হায় যদি এত শান্তি । নিমিষে নিমিষে D
কেন কাছে ডাক যদি । মাঝে অন্তরাল, E
কেন রে কাঁদায় প্রাণ ।সবি যদি ছায়া F
আজ হাতে তুলে নিয়ে । ফেলে দিবে কাল E
এরি তরে এত তৃষ্ণা, । এ কাহার মায়া F
মানব হৃদয় দিয়ে। এত অবহেলা G
খেলা যদি,কেন হেন । মর্মভেদী খেলা। G
(রবীন্দ্রনাথ ঠাকুর)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment