সংবাদপত্রের শিক্ষামূলক ভূমিকা ও সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখাে Class 11 | Education (শিক্ষার বিভিন্ন রূপ) 8 Marks
উত্তর:
সংবাদপত্রের শিক্ষামূলক ভূমিকা :
সংবাদপত্র হল গণসংযােগের সর্বাপেক্ষা প্রাচীন ও বহুল প্রচারিত একটি মাধ্যম। এটি গণসংযােগের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যমও বটে। সংবাদপত্রের প্রধান কাজ হল সংবাদ পরিবেশন করা। সংবাদপত্রের মৌলিক কাজ হল দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয় সম্পর্কে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব দেওয়া। এটি সংবাদ পরিবেশনের সাথে সাথে অভিমত গঠন ও অভিমত পরিবেশনের ক্ষেত্রেও শক্তিশালী যন্ত্র। নীচে সংবাদপত্রের ভূমিকা বা উপযােগিতা সংক্ষেপে আলােচনা করা হল।
[1] দেশ-বিদেশের খবর পরিবেশন : সংবাদপত্র দেশ-বিদেশের বিভিন্ন ঘটনা ও দুঘর্টনা, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি সংবাদ পরিবেশন করে। এদিক থেকে সংবাদপত্রের শিক্ষামূলক ভূমিকা অনস্বীকার্য।
[2] জনমত গঠন : সংবাদপত্র জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে। বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক সমস্যার ভিত্তিতে জনগণ পক্ষে বা বিপক্ষে অভিমত ব্যক্ত করে সংবাদপত্রের মাধ্যমে। সংবাদপত্র পাঠ করে জনগণ এই বিষয়ে নিজের জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করে। পরবর্তী পর্যায়ে সেই জ্ঞানকে বিচারবিশ্লেষণ করে সেদিকে প্রয়ােগ করে। মােটকথা, সংবাদপত্র সরকার ও জনগণের মধ্যে সংযােগসাধনের কাজটি করে।
[3] আগ্রহ সৃষ্টি : সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণের শিক্ষার প্রতি সর্বজনীন আগ্রহের সৃষ্টি হয়। সংবাদপত্রে প্রকাশিত নানান ধরনের শিক্ষামূলক রচনা পাঠ করে প্রত্যেক ব্যক্তিই শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে।
[4] জ্ঞান লাভ : সংবাদপত্র বিভিন্ন ক্ষেত্রে বহু মূল্যবান এবং জ্ঞানমূলক তথ্য প্রকাশ করে। সংবাদপত্রের মাধ্যমে এই-সমস্ত তথ্য এবং জ্ঞান লাভ শিক্ষার্থীর বিশ্লেষণধর্মী চিন্তা প্রক্রিয়াকে সক্রিয় করে।
[5] সচেতনতা বৃদ্ধিতে সহায়তা : সংবাদপত্র পাঠকদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্বন্ধে সচেতন করে তােলে। আগামী দিনের নাগরিক হিসেবে পাঠকদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন করে তুলতে সংবাদপত্রের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
[6] ভাষার উন্নয়ন : সংবাদপত্রের ভাষা অনেক মার্জিত, সাবলীল এবং উন্নত মানের। ভাষা বা সাহিত্যের অগ্রগতির ধারণা দেয় সংবাদপত্র। ব্যক্তির ভাষার জ্ঞান, ভাষার প্রয়ােগ দেখলেই বােঝা যায় যে, সে কী ধরনের সংবাদপত্রের পাঠক।
[7] আচরণ সংশােধনে সহায়তা : সংবাদপত্র ব্যক্তির আচরণকে সংশােধিত ও মার্জিত করে। এটি ব্যক্তিকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব নেয়। অনেক ক্ষেত্রে সমস্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা না-থাকার কারণে ব্যক্তি ভুল আচরণ করে। সংবাদপত্র এই ক্ষেত্রে প্রকৃত সমস্যার বিশ্লেষণ করে ব্যক্তির আচরণকে সংশােধিত করে।
[8] শিক্ষানীতি নির্ধারণ : দেশের শিক্ষানীতি নির্ধারণে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। দেশে যখন কোনাে নতুন শিক্ষানীতি গ্রহণ করা হয়, তখন সেই শিক্ষানীতির পক্ষে ও বিপক্ষে বিভিন্ন ধরনের সমালােচনা সংবাদপত্রে প্রকাশিত হয়। সংবাদপত্রের বিভিন্ন অভিমতের ভিত্তিতে রাষ্ট্র শিক্ষানীতির পরিমার্জন ও পরিবর্ধনের কাজটি করে।
[9] চিন্তন ক্ষমতার বিকাশ : সংবাদপত্র ব্যক্তির চিন্তন প্রক্রিয়াকে শানিত করে। বস্তুত নিয়মিত সংবাদপত্র পাঠ ব্যক্তির চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়। এই জাতীয় চিন্তন প্রক্রিয়া ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[10] সামাজিক চেতনার উন্মেষসাধন : সংবাদপত্র পাঠক-পাঠিকাদের মধ্যে সামাজিক চেতনার উন্মেষ ঘটায়। পাঠক-পাঠিকাদের কাছে বিভিন্ন তথ্য বা সংবাদ-এর বিশ্বাসযােগ্যতা বাড়ানাের জন্য তথ্যের উৎস এবং ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়।
[11] সংগতিবিধানে সহায়তা : ভালােভাবে বেঁচে থাকতে হলে ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। সংবাদপত্র এ বিষয়ে ব্যক্তিকে বিশেষভাবে সাহায্য করে।
[12] অল্প খরচে সংবাদ পরিবেশনের ব্যবস্থা : বিশ্বের বিভিন্ন প্রান্তের নানান খবর দৈনিক মাত্র চার-পাঁচ টাকার বিনিময়ে হাতে পাওয়া যায়। দরিদ্র মানুষ আর্থিক কারণে বেতার বা দূরদর্শন যন্ত্র কিনতে পারে না। এই জাতীয় অসুবিধা সংবাদপত্রের ক্ষেত্রে দেখা যায় না।
সংবাদপত্রের সীমাবদ্ধতা :
শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সংবাদপত্র উল্লেখ্যযােগ্য ভূমিকা পালন করলেও সংবাদপত্রের অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে। নীচে কয়েকটি সীমাবদ্ধতার উল্লেখ করা হল :
[1] নিরক্ষরদের শিক্ষাদানে অক্ষমতা : সংবাদপত্র যেহেতু লিখিতভাবে পরিবেশন করা হয়, তাই যারা নিরক্ষর অর্থাৎ লেখাপড়া জানে না, তাদের কাছে সংবাদপত্র নিতান্ত অর্থহীন।
[2] মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন : বর্তমানে সংবাদপত্রগুলি অতিমাত্রায় বিজ্ঞাপন পরিবেশন করে। ফলে সংবাদপত্র এখন বিজ্ঞাপনপত্রে পরিণত হয়েছে। এটি কাম্য নয়।
[3] পীত সাংবাদিকতা : সংবাদপত্রের একটি বড়াে ত্রুটি হল পীত সাংবাদিকতা। বর্তমানে বহু সংবাদপত্র পাঠক-পাঠিকাদের দৃষ্টি আকর্ষণের জন্য তথা বিক্রি বাড়ানাের জন্য সত্য খবরের পরিবর্তে মিথ্যা খবর বা বিকৃত খবর পরিবেশন করে।
[4] ব্যক্তি ও শিশুমনে কুপ্রভাব : বর্তমানে সংবাদপত্রে এত বেশি মাত্রায় খুন, জখম, রাহাজানি, অত্যাচার প্রভৃতি ঘটনার সংবাদ পরিবেশন করা হয় যে, তা শিশুমনে বা সাধারণ পাঠক-পাঠিকার মনে বিরূপ প্রভাব ফেলে।
[5] শিশু ও অন্ধদের কাছে মূল্যহীন : কিশাের-কিশােরী বা বয়স্ক ব্যক্তিদের কাছে সংবাদপত্র গ্রহণযােগ্য হলেও শিশু ও অন্ধ ব্যক্তিদের কাছে সংবাদপত্র মূলহীন কাগজ মাত্র।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।