সরল আবর্তন ও অসরল অবির্তন কাকে বলে? 4+4 Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks
উত্তর:-
সরল অবির্তন : যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনের চারটি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয় এবং আবর্তনীয় তথা যুক্তিবাক্য ও আবর্তিত তথা সিদ্ধান্তের মধ্যে পরিমাপেরও কোনাে ভেদ থাকে না, সেই আবির্তন প্রক্রিয়াকেই বলা হয় সরল আবর্তন (simple conversion)। অর্থাৎ, এই ধরনের আবর্তনে যুক্তিবাক্য ও সিদ্ধান্ত উভয়েই একসঙ্গে সামান্য অথবা বিশেষ রূপে গণ্য হয়।
উদাহরণ |
|
অসরল অবির্তন : যে আবর্তন প্রক্রিয়ার আবর্তনের চারটি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত পার্থক্য পরিলক্ষিত হয়, সেই আবর্তন প্রক্রিয়াকে বলা হয় অসরল আবর্তন| যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান নয় বলে, এই ধরনের আবর্তনকে অলস আবর্তন রূপেও উল্লেখ করা হয়। এক্ষেত্রে সিদ্ধান্তের পরিমাণ, যুক্তিবাক্যের পরিমাণের চেয়ে কম বলে একে সীমিত আবর্তন (conversion by limitation)রূপেও উল্লেখ করা হয়।
উদাহরণ |
| ||||||
ব্যাখ্যা | এরূপ উদাহরণটির ক্ষেত্রে দেখা যায় যে, এখানে আবর্তন প্রক্রিয়ার প্রথম নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ এক হয়েছে | কিন্তু চতুর্থ নিয়মটিকে মানতে গিয়ে এখানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন ঘটানাে হয়েছে। যুক্তিবাক্যটি যেখানে সামান্য বা সার্বিক পরিমাণকে সূচিত করে, সেখানে সিদ্ধান্তটি বিশেষ বা আংশিক পরিমাণকে সূচিত করে। সেকারণেই এরূপ আবর্তনকে সীমায়িত আবর্তন বা অসরল আবর্তন বলা হয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।