Class 12 Class 12 Education স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থাস্টোনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে তুলনা করাে

স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থাস্টোনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে তুলনা করাে

স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থাস্টোনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে তুলনা করাে l অথবা, স্পিয়ারম্যানের মতবাদের সহিত থাস্টোনের মতবাদের পার্থক্য লেখাে। অথবা, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থাস্টোনের বহু উপাদান তত্ত্বের প্রধান পার্থক্যগুলি লেখাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:

ম্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থাস্টোনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে তুলনা

ম্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব এবং থাস্টোনের দলগত উপাদান তত্ত্ব — উভয় ক্ষেত্রেই বৌদ্ধিক ক্ষমতা বা বুদ্ধিকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। উভয় তত্ত্বই। তথ্য এবং পরিসংখ্যান শাস্ত্রের কৌশলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। উভয় তত্ত্বেই মানসিক ক্ষমতার একাধিক উপাদানের কথা স্বীকার করা হয়েছে ।

উপরােক্ত সাদৃশ্য সত্ত্বেও উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ করা যায়। এই পার্থক্যগুলি হল — 

পার্থক্যের বিষয়স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বথাস্টোনের দলগত উপাদান তত্ত্ব
উপাদানের সংখ্যাস্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা দুটি উপাদানের সমন্বয় ।থাস্টোনের মতে মানসিক ক্ষমতা সাতটি প্রাথমিক বা মৌলিক সমন্বয়।
উপাদানের বিষয়এই তত্ত্বের দুটি উপাদান G (সাধারণ ক্ষমতা) এবং S (বিশেষ ক্ষমতা) দ্বারা সূচিত হয়এই তত্ত্বের উপাদানগুলি — M (স্মৃতিশক্তি), N (সংখ্যাবাচক ক্ষমতা) , P (প্রত্যক্ষপ ক্ষমতা), S (থানচেতনা), R (যুক্তিশীলতা), v (বাচনিক ক্ষমতা) এবং W (ভাষা ব্যবহারের ক্ষমতা) দ্বারাসূচিত হয়।
তত্ত্বের বক্তব্যএই তত্ত্বে বলা হয়েছে, কোনাে কাজ করার জন্য সাধারণ এবং বিশেষ উপাদানের প্রয়ােজনহয় | এই তত্ত্ব অনুসারে, প্রয়ােজন অনুযায়ী 7টি প্রাথমিক উপাদানের  মধ্যে কয়েকটি একত্রে ব্যবহৃত হয়।
সীমাবদ্ধতাসাধারণ উপাদান সব কাজে ব্যবহৃত হলেও বিশেষ উপাদান নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়।সমস্ত কর্মসম্পাদনের জন্য প্রয়ােজনীয় ক্ষমতা বা শক্তি সাতটি মৌলিক উপাদানের মধ্যেই সীমাবদ্ধ থাকে
অন্য নামম্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিয়ােরি নামেও পরিচিত। থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি প্রাথমিক মানসিক তত্ত্ব নামেও পরিচিত l
উপাদানের প্রয়ােজনীয়তাস্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বে ‘G’ উপাদানটি সমস্ত কাজেই প্রয়ােজন হয়।থাস্টোনের প্রাথমিক মানসিক তত্ত্বে এমন কোনাে উপাদান নেই যা সমস্ত কাজেই প্রয়ােজন হয়।
উপাদানের প্রকৃতিদ্বি-উপাদান তত্বে বিশেষ উপাদানগুলি সহজাত কিংবা অর্জিত দু প্রাকারের হতে পারে প্রাথমিক মানসিক তত্ত্বে সাতটি উপাদানই মৌলিক এবং বংশগত।

ওপরের আলােচনা থেকে বলা যায়, মানসিক ক্ষমতা বা বুদ্ধির দুটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ব্যাখ্যা হল স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থাস্টোনের দলগত উপাদান তত্ব দুটি তত্বই গবেষণাভিত্তিক তত্ব দুটির মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে পার্থক্যই বেশি | শিক্ষায় দুটি তত্ত্বই তাৎপর্যপূর্ণ । প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বুদ্ধির ওপর একাধিক তত্বের কথা বলা হচ্ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!