প্রশ্ন : স্থানীয় ইতিহাস বলতে কী বােঝায়? স্থানীয় ইতিহাসের প্রায়ােগিক বৈশিষ্ট্য কী? 2 Marks
উত্তর : ভৌগােলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায়, ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাসই হল স্থানীয় ইতিহাস। এই ইতিহাসের বৈশিষ্ট্যগুলি হল—
প্রথমত, স্থানীয় জনশ্রুতি, মিথ বা অতিকথন, মৌখিক পরম্পরাকে ভিত্তি করে স্থানীয় ইতিহাস রচনা করা হয় এবং বিভিন্ন স্থানীয় ইতিহাসের সমন্বয়ে দেশের ইতিহাস গড়ে তােলার চেষ্টা করা হয়।
দ্বিতীয়ত, এই ধরনের ইতিহাসের ঐতিহাসিকরা হলেন— ডেভিড লুডেন, সতীশচন্দ্র মিত্র, কালিকমল সাৰ্বভৌম, নীহাররঞ্জন রায়, জি এস সরদেশাই, মুন্সি সােহনলাল, নিখিলনাথ রায়, যােগেশচন্দ্র বসু প্রমুখ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।