স্থানীয় বায়ু কাকে বলে? কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও।

উত্তর: স্থানীয় বায়ু কাকে বলে? কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও। Class 10 | Geography | 5 Marks

স্থানীয় বায়ু: ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট স্থানে যখন ভূপ্রকৃতি, মৃত্তিকা, শিলার প্রকৃতি, উদ্ভিদের আচ্ছাদন, বায়ুর উষ্ণতা প্রভৃতির তারতম্যে থানীয়ভাবে বায়ুচাপের। তারতম্য হয়, তখন সেখানকার উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকার দিকে এক ধরনের বায় প্রবাহিত হয়। স্থানীয় কারণে উৎপত্তি হয় বলে এদের স্থানীয় বায়ু বলা হয়। বায়ুর প্রকৃতি অনুসারে স্থানীয় বায়ুকে দুভাগে ভাগ করা যায়—উষ্ণ বায়ু এবং শীতল বায়ু।

কয়েকটি স্থানীয় বায়ু 

কয়েকটি স্থানীয় বায়ু হল

1. লু : গ্রীষ্মকালে দিনেরবেলা উত্তর-পশ্চিম ভারতের ভূভাগ যখন প্রচণ্ড উত্তপ্ত হয়, তখন ওই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ভুপৃষ্ঠসংলগ্ন বায়ুও প্রচণ্ড উত্তপ্ত হয়ে প্রবল বেগে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়। এইরূপ প্রচণ্ড উষ্ণ ও শুষ্ক বাতাসকে বলা হয় লু। সাধারণত এই বায়ুর উষ্ণতা । থাকে 43° সে-48°সে। গ্রীষ্মের দুপুরে বা অপরাহ্নে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে এই ‘ল’ তাপপ্রবাহ রুপে বয়ে যায়। সন্ধ্যার পর এই বায়ুর তীব্রতা অনেক কমে যায়। তবে প্রচণ্ড উত্তপ্ত এই বায়ুর প্রভাবে মানুষসহ বহু গবাদিপশু মারা যায়।

২। ফন : ইউরােপের আল্পস পার্বত্য অঞ্চলের উত্তর (অনুবাত) ঢাল বেয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু নীচের দিকে নেমে রাইন নদী উপত্যকার ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকেই বলে ফন বায়ু। এর ফলে কোনাে কোনাে সময়ে উপত্যকার উষ্ণতা 24 ঘণ্টার মধ্যে প্রায় 15° সে-20° সে পর্যন্ত বেড়ে যায়। এই উষ্ণ বায়ুর সংস্পর্শে পর্বতের বরফ গলে যায় এবং ওই বরফগলা জলে পার্বত্য উপত্যকায় তৃণভূমির সৃষ্টি হয়।

৩। চিনক : উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রেইরি সমভূমিতে নেমে আসে তার নাম চিনুক। ইংরেজি chinook’ শব্দের অর্থ snow eater’ বা তুষার ভক্ষক। শীতকালে এই, বায়ুর প্রভাবে রকি পর্বতের পাদদেশসহ সমগ্র অঞলের তুষার গলে যায় বলে প্রেইরি অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি সষ্টি হয়েছে। 

4. সিরােক্কো : গ্রীষ্মকালে আফ্রিকার সাহারা মরুভূমির উত্তরাংশ থেকে একপ্রকার অতি উষ্ণ, শুষ্ক ও ধুলােপূর্ণ বায়ু উৎপন্ন হয়ে উত্তরে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয় এবং তারপর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরােপের দক্ষিণ প্রান্তে পৌঁছে যায়। ইটালির সিসিলিতে এই বায়ুকে বলে সিরােক্কো। আফ্রিকার উত্তর উপকূল পর্যন্ত এই বায়ু উষ্ণ ও শুষ্ক থাকলেও ভূমধ্যসাগর অতিক্রম করার পর যথেষ্ট আর্দ্র ও মনােরম হয়ে যায় (ভূমধ্যসাগর অতিক্রম করার আগে। মিশরে এই বায়ুটিকেই বলে খামসিন। 

5. মিস্টাল : শীতকালে ইউরােপের আল্পস পর্বত থেকে দক্ষিণে ফ্রান্সের রােন নদী উপত্যকার দিকে যে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাকে বলে মিস্ট্রাল এটি অত্যন্ত শীতল ও শুষ্ক বায়ু। তাই এই বায়ুর প্রভাবে রােন উপত্যকার তাপমাত্রা যথেষ্ট কমে যায় এবং কনকনে ঠান্ডায় জনজীবন তখন বিপর্যস্ত হয়।

6. বােরা: শীতকালে ইউরােপের আল্পস পর্বতের দক্ষিণ ঢাল বেয়ে নীচের দিকে নেমে যে শীতল ও শুষ্ক বায়ু দক্ষিণ ইটালির অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল অঞ্জলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে বলে বােরা। এই শীতল ও শুষ্ক বায়ুটির প্রভাবে অ্যাড্রিয়াটিক উপকুলে তীব্র শৈত্য প্রবাহের সৃষ্টি হয় এবং তার ফলে স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হয়। 

7. অন্যান্য স্থানীয় বায়ু : ১) দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে আন্দিজ পর্বতের পূর্ব ঢাল থেকে যে শীতল ও শুষ্ক বায়ু পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে বলে পাম্পেররা। ২) আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে যে উষ্ণ, শুষ্ক ও ধূলিপূর্ণ বায়ু প্রবাহিত হয় তাকে হারমাট্টান বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment