স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে? একে শান্তমণ্ডল’ বলা হয় কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- ট্রোপােস্ফিয়ারের উপরে উপস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে 12 কিমি থেকে 45 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরটিকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এই অঞ্চলে বায়ুর পরিমাণ খুবই কম এবং ধূলিকণা, জলকণা না থাকায় মেঘ, ঝড়, বৃষ্টি, প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না। তাই এই অঞ্চলের নাম শান্তমণ্ডল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।