আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি চিহ্নিত করাে। 

প্রশ্ন : আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি চিহ্নিত করাে।  2 Marks উত্তর : আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি হল— যুক্তিবাদী, আপেক্ষিকতাবাদী, দৃষ্টবাদী, মার্কসবাদী, প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি। এ ছাড়াও রয়েছে অ্যানাল গােষ্ঠীর মতবাদ, জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, নিম্নবর্গীয় (সাবল্টার্ন) মতবাদ এবং সামগ্রিক সমাজ বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি। 

ঐতিহাসিকের কাজ কী? | Oitihasiker Kaj Ki

প্রশ্ন : ঐতিহাসিকের কাজ কী? 2 Marks উত্তর : ঐতিহাসিকের কাজ হল—  প্রথমত, তথ্য অনুসন্ধান, উপস্থাপন ও তা বিশ্লেষণ। দ্বিতীয়ত, ঐতিহাসিক লিওপােল্ড ভন র‍্যাঙ্কের মতে, যেমনভাবে ঘটনা ঘটেছিল ঠিক সেভাবেই তুলে রাখা হল ঐতিহাসিকের কাজ।  তৃতীয়ত, ঐতিহাসিক লর্ড অ্যাকটনের মতে, ঐতিহাসিকের দেওয়া তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ ছাড়া ইতিহাস অর্থহীন। 

আধুনিক ইতিহাসচর্চা বলতে কী বােঝ? | Adhunik Etihas Chorcha Bolte Ki Bojho

প্রশ্ন : আধুনিক ইতিহাসচর্চা বলতে কী বােঝ? 2 Marks উত্তর : অষ্টাদশ শতক থেকে শুরু করে বিংশ শতকের শেষ পর্যন্ত সময়কালের ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চা নামে পরিচিত। প্রথমত, যুক্তিবাদ, প্রগতিবাদ, রােমান্টিক ভাবধারা ও বৈজ্ঞানিক ভাবধারা দ্বারা প্রভাবিত হয়েছে এই ইতিহাসচর্চা। দ্বিতীয়ত, বিজ্ঞানসম্মত, প্রাতিষ্ঠানিক ও পেশাজীবী ইতিহাসচর্চা হল আধুনিক ইতিহাসচর্চার মূল বৈশিষ্ট্য।

ইতিহাস তত্ত্ব কী? | Etihas Tottho ki

প্রশ্ন : ইতিহাস তত্ত্ব কী? 2 Marks উত্তর : ইতিহাস রচনার পদ্ধতি ও ইতিহাস বিষয়ে অনুসন্ধানের কলাকৌশল ইতিহাস তত্ত্ব নামে পরিচিত। ইতিহাস তত্ত্বের কয়েকটি দিক হল— গ্রিক ইতিহাস তত্ত্ব, রােমান ইতিহাস তত্ত্ব, খ্রিস্টান ইতিহাস তত্ত্ব, মধ্যযুগীয় ইতিহাস তত্ত্ব, রেনেসাঁ ইতিহাস তত্ত্ব ও আধুনিক ইতিহাস তত্ত্ব।

ঐতিহাসিক তথ্য কী? | Oitihasik Tottho ki

প্রশ্ন : ঐতিহাসিক তথ্য কী?  2 Marks উত্তর : মানবসমাজের বিভিন্ন ঘটনা সমসাময়িক দলিলদস্তাবেজ বা অন্যান্য লিখিত ও প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে নিহিত থাকে। একজন ঐতিহাসিক বা গবেষক এই সমস্ত উপাদান থেকে সঠিক তথ্য নির্বাচন করে ইতিহাস রচনা করে। এইসব আকর সূত্র ঐতিহাসিক তথ্য নামে পরিচিত। 

ইতিহাস কী? | Etihas ki

প্রশ্ন : ইতিহাস কী? 2 Marks উত্তর : মানবসমাজের অতীত কাহিনি ইতিহাস নামে পরিচিত, এর বিভিন্ন দিক হল— প্রথমত, এর মূল বিষয় হল সময়, মানুষ ও সমাজ অর্থাৎ, মানুষ ও তার সমাজের ক্রম বিবর্তনের ধারাবাহিক বর্ণনাই হল ইতিহাস। দ্বিতীয়ত, অতীতের রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজকর্মও ইতিহাসের অন্তর্গত। তৃতীয়ত, গ্রিক ঐতিহাসিক হেরােডােটাস … Read more