উদাহরণসহ অনুপ্রাস অলংকারের সংজ্ঞা নির্দেশ কর।
প্রশ্ন: উদাহরণসহ অনুপ্রাস অলংকারের সংজ্ঞা নির্দেশ কর।(ছন্দ ও অলঙ্কার) উত্তর: একই বর্ণ বা বর্ণগুচ্ছ, যুক্তভাবেই হােক আর বিযুক্তভাবেই হােক, একাধিকবার ধ্বনিত হলে অনুপ্রাস অলংকার হয়। যেমন i) গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে। এখানে প্রথম পঙক্তিতে ‘গ’ বর্ণটি চারবার ধ্বনিত হয়েছে এবং প্রত্যেকবারই ‘গ’-এর সঙ্গে মিলিত হয়ে আছে ‘উ’ ধ্বনি। পরবর্তী … Read more