সংক্ষিপ্ত ন্যায় কী? সংক্ষিপ্ত ন্যায়ের বিভিন্ন প্রকারগুলি। উদাহরণসহ আলােচনা করাে।

সংক্ষিপ্ত ন্যায় কী? সংক্ষিপ্ত ন্যায়ের বিভিন্ন প্রকারগুলি। উদাহরণসহ আলােচনা করাে। Class 12 | Education (নিরপেক্ষ ন্যায়) | 8 Marks উত্তর:- সংক্ষিপ্ত ন্যায় কোনাে ন্যায় অনুমানকে যদি পূর্ণাঙ্গ রূপে উল্লেখ না করে, তার সংক্ষিপ্ত আকার উল্লেখ করা হয়, তবে তাকেই বলা হয় সংক্ষিপ্ত ন্যায় (enthymeme)। প্রত্যেকটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায়ে দেখা যায় যে, দুটি যুক্তিবাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে। … Read more

চতুস্পদঘটিত দোষের বিশেষ দৃষ্টিভঙ্গিগুলি কী?

চতুস্পদঘটিত দোষের বিশেষ দৃষ্টিভঙ্গিগুলি কী? অথবা,চতুপদঘটিত দোষের বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করাে। Class 12 | Education (নিরপেক্ষ ন্যায়) | 8 Marks উত্তর:- চতুষ্পদঘটিত দোষের বিশেষ দৃষ্টিভঙ্গি অনেক সময় চতুষ্পদঘটিত দোষে চারটি পদকেপরিষ্কার ভাবে লক্ষ করা যায়। কিন্তু এমন কতকগুলি চতুষ্পদঘটিত দোষ আছে—যেগুলি আকারে চতুষ্পদঘটিত পদকে সূচিত না করলেও অর্থগতভাবে চারটি পদকে উল্লেখ করে। এধরনের বিশেষ দৃষ্টিভঙ্গির জন্যই আরও … Read more