বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। অথবা, বায়ুর ক্ষয়কার্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।

বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। অথবা, বায়ুর ক্ষয়কার্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।  Class 10 | Geography | 5 Marks উত্তর:- বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ : বায়ুর ক্ষয়কার্যের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ করা যায় শুষ্ক মরু অঞ্চলে। এই অঞ্চলে বায়ু প্রধানত তিনটি পদ্ধতিতে ক্ষয়কার্য করে, এগুলি হল— 1. অবঘর্ষ, 2. অপসারণ ও 3. ঘর্ষণ। এর … Read more

মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্যগুলি লেখাে।

মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্যগুলি লেখাে।   Class 10 | Geography | 3 Marks উত্তর:- মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য : মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—  বিষয় মন্থকূপ  প্রপাতকূপ ধারণা  পার্বত্য প্রবাহে নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের সংঘর্ষের ফলে নদীখাতে মাঝে মাঝে যেসব ছােটো ছােটো গর্তের সৃষ্টি হয়, সেগুলিকে মন্থকূপ নামে অভিহিত করা হয়। পার্বত্য অঞলে নদীর … Read more

 পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করে। 

 পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করে।  Class 10 | Geography | 3 Marks উত্তর:- পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য : পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—  বিষয় পললশঙ্কু  বদ্বীপ নদীপ্রবাহ  নদীর মধ্য বা সমভূমি প্রবাহে পললশঙকু গঠিত হয়। নদীর নিম্ন বা বদ্বীপ প্রবাহে বদ্বীপ গঠিত হয়। অবস্থান  পললশঙ্কু পর্বতের পাদদেশে দেখা যায়। বদ্বীপ নদীর ঠিক … Read more

গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী?

গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী?    Class 10 | Geography | 3 Marks উত্তর:- গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য : গিরিখাত ও ক্যানিয়ন উভয়ই অত্যন্ত সুগভীর ও সংকীর্ণ হয়। এরা উভয়ই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। তবে এদের মধ্যে কিছু পার্থক্যও রয়েছে, যেমন— বিষয় গিরিখাত  ক্যানিয়ন  আকৃতি  গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ (ইংরেজি অক্ষর ‘v’ আকৃতির) হয়। … Read more

ধনুকাকৃতি, তীক্ষ্ণাগ্র এবং পাখির পায়ের মতাে বদ্বীপ কাকে বলে ?

ধনুকাকৃতি, তীক্ষ্ণাগ্র এবং পাখির পায়ের মতাে বদ্বীপ কাকে বলে ? Class 10 | Geography | 3 Marks উত্তর:- ধনুকাকৃতি বদ্বীপ: যখন নদীমােহানায় জমা হওয়া পলিরাশিকে দুর্বল সমুদ্রস্রোত অপসারণ করতে পারে না, তখন নদীবাহিত ওই পলিরাশি সমুদ্রের দিকে পাখার মতাে ছড়িয়ে সঞ্চিত হয়। এর ফলে যে বদ্বীপটি গড়ে ওঠে তা সমুদ্রের দিকে ধনুকের মতাে বেঁকে যায়। একেই বলে … Read more

পর্যায়নের মাধ্যমে কীভাবে ভূমিভাগের সমতলীকরণ ঘটে ?

পর্যায়নের মাধ্যমে কীভাবে ভূমিভাগের সমতলীকরণ ঘটে ?  Class 10 | Geography | 3 Marks উত্তর:- পর্যায়ন : দুটি বিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসবেরি প্রথম ‘পর্যায়ন’ বা ‘gradation’ শব্দটি ব্যবহার করেন। ক্ষয়, পরিবহণ ও সয় কাজের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতলভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। এককথায় বলা যায়, অবরােহণ এবং আরােহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। একে ক্রমায়নও … Read more

বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কী? 

বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কী?     Class 10 | Geography | 3 Marks উত্তর:- বহিজাত প্রক্রিয়ার পদ্ধতি : মূলত তিনটি পদ্ধতির মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া কার্যকরী হয়, যথা—  1. অবরােহণ প্রক্রিয়া : এই প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বহির্জাত শক্তিসমূহের প্রভাবে ভূমিভাগের উচ্চতা ক্রমশ কমতে থাকে। যেমন—সুউচ্চ পর্বত ক্ষয় হতে হতে ক্ষয়জাত পর্বত, তারপর ক্ষয়জাত মালভূমি এবং … Read more

নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায় ? 

নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায় ?     Class 10 | Geography | 3 Marks উত্তর:- নদীর নিম্নগতিতে সচরাচর বন্যা দেখতে পাওয়ার কারণ : নদীর নিম্নগতিতে সচরাচর বন্যা দেখতে পাওয়ার কারণগুলি হল—  1. নদীস্রোতের অনুপস্থিতি : মােহানার কাছাকাছি বলে এই অংশে নদীতে যথেষ্ট পরিমাণে জল থাকে। কিন্তু ভূমির ঢাল খুব কমে যায় বলে এখানে নদীর স্রোত বিশেষ … Read more

নদীর সমভূমিপ্রবাহ বা মধ্যগতি কাকে বলে? উদাহরণ দাও।

নদীর সমভূমিপ্রবাহ বা মধ্যগতি কাকে বলে? উদাহরণ দাও।সমভূমিপ্রবাহ বা মধ্যগতিতে নদীর প্রধান কাজ কী? 1+1+1    Class 10 | Geography | 3 Marks উত্তর:- নদীর সমভূমিপ্রবাহ বা মধ্যগতি : পার্বত্য অঞল ছেড়ে নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর সেই গতিপথকে বলা হয় সমভূমিপ্রবাহ বা মধ্যগতি। উদাহরণ : উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত অঞ্চল গঙ্গর সমভূমিপ্রবাহ … Read more

গঠনমূলক বদ্বীপ এবং ধ্বংসাত্মক বদ্বীপ কাকে বলে? 

গঠনমূলক বদ্বীপ এবং ধ্বংসাত্মক বদ্বীপ কাকে বলে?     Class 10 | Geography | 3 Marks উত্তর:- গঠনমূলক বদ্বীপ : নদী বিপুল পরিমাণ পলি অগভীর সমুদ্রে জমা করে বদ্বীপ গঠন করে। এই ধরনের বদ্বীপকে গঠনমূলক বদ্বীপ বলে। এই ধরনের বদ্বীপ দুই রকমের হতে পারে— 1. ধনুকাকৃতি বদ্বীপ এবং 2. পাখির পায়ের মতাে বদ্বীপ lউদাহরণ : নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি … Read more