মহাত্মা গান্ধির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ বিশ্লেষণ করাে। 

মহাত্মা গান্ধির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ বিশ্লেষণ করাে।   4 Marks/Class 10 উত্তর:– স্থানীয় কৃষক আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দানের মাধ্যমে ভারতের জাতীয় আন্দোলনের অন্যতম প্রধান নেতা মােহন দাস করমচাদ গান্ধি গান্ধিজির রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। এইরকম দুটি উল্লেখযােগ্য আন্দোলন ছিল চম্পারণ ও খেদার কৃষক আন্দোলন। চম্পারণ আন্দোলন : রাসায়নিক পদ্ধতিতে কৃত্রিম নীল আবিষ্কারের পর ভারতে নীলচাষ উঠে … Read more

সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের পূর্বে গান্ধিজি পরিচালিত কৃষক আন্দোলনের বিবরণ দাও। 

সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের পূর্বে গান্ধিজি পরিচালিত কৃষক আন্দোলনের বিবরণ দাও।   4 Marks/Class 10 উত্তর:– ভূমিকা : ১৯১৫ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে গান্ধিজি কয়েকটি আঞ্চলিক কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যথা— (১) বিহারে চম্পারণ সত্যাগ্রহ এবং (২) গুজরাটের খেদা সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ : বিহারের চম্পারণে নীলকর সাহেবরা ‘তিনকাঠিয়া প্রথায় কৃষকদের নীলচাষ করতে এবং উৎপাদিত নীল নির্দিষ্ট … Read more

বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির আগ্রহ ছিল না কেন? 

বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির আগ্রহ ছিল না কেন?   4 Marks/Class 10 উত্তর:– ভূমিকা : বঙ্গভঙ্গ-বিরােধী তথা স্বদেশি আন্দোলন চলাকালীন ১৯০৫-০৮ খ্রিস্টাব্দে মােতিহারি জেলার কৃষক আন্দোলনকে বাদ দিলে আর কোথাও সেরকম কৃষক আন্দোলন সংগঠিত হয়নি। অনীহার কারণ : স্বদেশি আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির অনীহার কারণগুলি হল— ১) কৃষি কর্মসূচির অভাব : এই আন্দোলনে খাজনা হ্রাস, … Read more