ধর্মনিরপেক্ষীকরণ বলতে কী বােঝায়? ধর্মনিরপেক্ষীকরণের বিভিন্ন উপাদান বা কারণগুলি আলােচনা কর।

ধর্মনিরপেক্ষীকরণ বলতে কী বােঝায়? ধর্মনিরপেক্ষীকরণের বিভিন্ন উপাদান বা কারণগুলি আলােচনা কর।  Class 12 | Sociology (ভারতীয় সমাজ) 8 Marks উত্তর: ধর্মনিরপেক্ষীকরণ বলতে বােঝায় ধর্মের মূল আদর্শ অনুসরণ করে অন্য কোন ধর্ম সম্পর্কে বৈরীতা বা অপর ধর্মের প্রতি অসহিষ্ণুতামূলক মনােভাব থাকবে না। সব ধর্মের সমান মর্যাদা থাকবে এবং রাষ্ট্র বা সরকারের কাছে কোনও ধর্ম বা ধর্মাবলম্বী মানুষ … Read more

সংস্কৃতায়ন (Sanskritization) বলতে কী বােঝায়? ধারণাটির পর্যালােচনা কর।

সংস্কৃতায়ন (Sanskritization) বলতে কী বােঝায়? ধারণাটির পর্যালােচনা কর। ৩+৫  Class 12 | Sociology (ভারতীয় সমাজ) 8 Marks উত্তর: অধ্যাপক শ্রীনিবাস ১৯৫২ সালে প্রকাশিত Religion and society among the Coorgs of Southern India শীর্ষক গ্রন্থে সর্বপ্রথম সংস্কৃতায়ন শব্দটি ব্যবহার করেন। তিনি সাধারণভাবে সামাজিক গতিশীলতার এবং বিশেষত নিম্নবর্গের মানুষের মধ্যেকার সামাজিক গতিশীলতা ব্যাখ্যার ব্যাপারে সংস্কৃতায়নের প্রক্রিয়াটির উপর গুরুত্ব … Read more

ভারতে সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি বা দিকগুলি উল্লেখ কর।

ভারতে সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি বা দিকগুলি উল্লেখ কর। ৮  Class 12 | Sociology (ভারতীয় সমাজ) 8 Marks উত্তর: কখনাে পরিকল্পিতভাবে আবার কখনাে অপরিকল্পিতভাবে সামাজিক পরিবর্তনের ধারা প্রবাহিত হয়। কখনাে পরিবর্তন ঘটে অত্যন্ত দ্রুতলয়ে এবং সকলের জ্ঞাতসারে। আবার কখনাে এবং কোথাও অত্যন্ত ধীরগতিতে ও জনসাধারণের অজ্ঞাতসারে পরিবর্তন ঘটে। মানুষের সমাজজীবনের কোন একটি ক্ষেত্রে বা বিষয়ে পরিবর্তন … Read more

যজমানী প্রথার সুবিধা অর্থাৎ ইতিবাচক এবং অসুবিধা অর্থাৎ নেতিবাচক দিকগুলি উল্লেখ কর।

যজমানী প্রথার সুবিধা অর্থাৎ ইতিবাচক এবং অসুবিধা অর্থাৎ নেতিবাচক দিকগুলি উল্লেখ কর। Class 12 | Sociology (ভারতীয় সমাজ) 8 Marks উত্তর: যজমানী প্রথার পূর্ণাঙ্গ পর্যালােচনার মধ্য দিয়ে এই প্রথার কতকগুলি ইতিবাচক দিক (সুবিধা) এবং কতকগুলি নেতিবাচক দিক (অসুবিধা) লক্ষ্য করা যায়। সবা দিতার ইতিবাচক দিক (সুবিধা) : (১) যজমানী প্রথার মাধ্যমে বৃত্তি নির্ধারণ ঐতিহ্যভিত্তিক এবং বংশ … Read more

যজমানি ব্যবস্থা বলতে কী বােঝায় ? যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলােচনা কর। 

যজমানি ব্যবস্থা বলতে কী বােঝায় ? যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলােচনা কর।  ৩+৫ Class 12 | Sociology (ভারতীয় সমাজ) 8 Marks উত্তর: যজমানি ব্যবস্থা হল ভারতীয় গ্রামীণ সমাজের এক অভিনব আর্থ-সামাজিক ব্যবস্থা। ভারতীয়  সমাজের সনাতন যজমানী ব্যবস্থাহল পূর্বনির্ধারিত একশ্রমবিভাজন ব্যবস্থা। জাতিগত বিচারে এইশ্রমবিভাজন ব্যবস্থা ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের দ্বারা স্বীকৃতি ও সমর্থিত। প্রকৃত প্রস্তাবে যজমানী ব্যবস্থা … Read more

স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলতে কী বােঝায় ? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।

স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলতে কী বােঝায় ? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। ৩+৫ Class 12 | Sociology (ভারতীয় সমাজ) 8 Marks উত্তর: গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ বলার অর্থ স্বনির্ভরতা প্রতিপন্ন করা। স্বয়ংসম্পূর্ণ গ্রামে বসবাসকারী ব্যক্তিবর্গের মধ্যে সমষ্টিগত মানসিকতার অস্তিত্ব বর্তমান থাকে। এ রকম গ্রামের অধিবাসীরা জীবন যাপনের জন্য প্রয়ােজনীয় যাবতীয় দ্রব্য-সামগ্রী গ্রামের মধ্যেই পেয়ে যায়। … Read more

প্রাক ব্রিটিশ ভারতের সামাজিক শ্রেণীসমূহের উপর সংক্ষিপ্ত টীকা লেখ | এই প্রসঙ্গে দাস ব্যবস্থা প্রসঙ্গে লেখ।

প্রাক ব্রিটিশ ভারতের সামাজিক শ্রেণীসমূহের উপর সংক্ষিপ্ত টীকা লেখ | এই প্রসঙ্গে দাস ব্যবস্থা প্রসঙ্গে লেখ। ৫+৩ Class 12 | Sociology (ভারতীয় সমাজ) 8 Marks উত্তর: প্রাক ব্রিটিশ ভারতের সামাজিক শ্রেণীসমূহ (Social Classes in Pre-British India) : প্রাক্-ব্রিটিশ-ভারতের সামাজিক কাঠামাে সম্পূর্ণ স্বতন্ত্র কিছু ছিল, এমন কথা বলা যায় না। মুঘল আমলেও সাবেকী ধারা ও আধুনিকতার স্বাভাবিক … Read more