লু ও আঁধি বায়ুর পার্থক্য ?

লু ও আঁধি বায়ুর মধ্যে একটি তুলনামূলক আলােচনা করাে।  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- লু ও আঁখির তুলনা : লু ও আঁধির মধ্যে প্রধান তুলনাগুলি হল— বিষয় লু আঁধি প্রভাবিত অঞ্চল  লু নামক স্থানীয় বায়ু উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান ও তৎসংলগ্ন রাজ্যসমূহে প্রবাহিত হয়। আঁধি নামক স্থানীয় বায়ু শতদ্রুগঙ্গা সমভূমির উত্তর-পশ্চিম অংশে প্রবাহিত হয়। প্রকৃতি লু … Read more

মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ কৃষিকাজের ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখাে।

মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কৃষিকাজের ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখাে।  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- মৃত্তিকার ওপর মৌসুমি বায়ুর প্রভাব: ভারতে মৃত্তিকার উৎপত্তি, আদ্রর্তা ও শুষ্কতা, ক্ষয়, ভূমিধস ইত্যাদি বহুলাংশে মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। যেমন—  1. ল্যাটেরাইট ও লােহিত মাটির সৃষ্টি: মেঘালয়, ছােটোনাগপুর মালভূমি, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল প্রভৃতি অঞ্চলে অত্যধিক মৌসুমি বৃষ্টিপাতের জন্য ক্ষারকীয় উপাদানগুলি … Read more

ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব আলােচনা করাে। 

ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব আলােচনা করাে।   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব : ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর গুরুত্ব অপরিসীম—  1. ফসল উৎপাদনে : ভারতের অধিকাংশ অধিবাসী কৃষিজীবী। দেশের অধিকাংশ কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। যেমন—ধান, আখ, তুলাে, চা, পাট প্রভৃতির উৎপাদন। 2. কৃষিভিত্তিক শিল্পে : মৌসুমি বৃষ্টিপাতের ফলে পরােক্ষভাবে বিভিন্ন … Read more

ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব আলােচনা করাে।

ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব আলােচনা করাে।  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব :  ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবগুলি হল—  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকুল প্রভাব : 1. জলবায়ুতে : ভারতের অধিকাংশ স্থান ক্রান্তীয়-উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হলেও আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় বলে উষ্ণতা খুব বেশি বাড়ে না। তাই … Read more

ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলােচনা করাে।

ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলােচনা করাে।  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব : মৌসুমি শব্দটির অর্থ ‘ঋতু’। তাই ঋতু অনুসারে প্রবাহিত বায়ুকে বলে মৌসুমি বায়ু। ভারতের জলবায়ু প্রায় সম্পূর্ণরূপেই মৌসুমি বায়ুর প্রভাবাধীন। ভারতে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় বর্ষাকালে এবং শুষ্ক ও শীতল উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় শীতকালে। 1. … Read more

ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব আলােচনা করাে।

ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব আলােচনা করাে।   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব : ভারতের উত্তর দিকে বিশালাকার প্রাচীরের মতাে দণ্ডায়মান হিমালয় পর্বত এই দেশের জলবায়ুকে নানাভাবে প্রভাবিত করে, যেমন— 1. তীব্র শীতের হাত থেকে রক্ষা : হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে আগত অতি শীতল ও শুষ্ক মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জকে ভারতে প্রবেশ … Read more

ভারতে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কী?

ভারতে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কী?  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতে জলবায়ুর বৈচিত্র্যের কারণ: ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায়। এই বৈচিত্র্যের কারণগুলি হল—  1. বিস্তৃত অক্ষাংশ জুড়ে অবস্থান : ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে প্রায় 8° উত্তর থেকে উত্তরে প্রায় 37° উত্তর পর্যন্ত বিস্তৃত বলে দেশে দক্ষিণাংশে উষ্ণ-আর্দ্র নিরক্ষীয় জলবায়ু, মধ্যাংশে … Read more

ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী?

ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী?   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য : ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল—  1. ঋতুপরিবর্তন : ভারতের জলবায়ু প্রধান বৈশিষ্ট্য হল ঋতুপরিবর্তন। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকাল—এই চারটি ঋতু ভারতের জলবায়ুতে চক্রাকারে আবর্তিত হয়।  2. বিপরীতধর্মী বায়ুপ্রবাহ: ভারতে শীতকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে … Read more

ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলােচনা করাে। | ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলােচনা করাে। অথবা, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকসমূহ : যেসব উপাদান ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেগুলি হল— 1. অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি : ভূপৃষ্ঠের তাপমণ্ডল অনুসারে ভারতের বেশিরভাগ স্থান উষ্ণমণ্ডলে অবস্থিত। এজন্য ভারতের জলবায়ু প্রধানত উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। আবার, অক্ষাংশগত বিস্তৃতি … Read more

ভারতের জলবায়ুর ঋতুকালীন বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে | ভারতের জলবায়ুর ঋতুবৈচিত্র্য আলােচনা করাে।

ভারতের জলবায়ুর ঋতুকালীন বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে।  অথবা, ভারতের জলবায়ুর ঋতুবৈচিত্র্য আলােচনা করাে।  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতের জলবায়ুর ঋতুকালীন বৈশিষ্ট্য :  মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমন, সারাবছরব্যাপী বৃষ্টিপাত, উয়তা ও বায়ুর চাপের পার্থক্য প্রভৃতি অনুসারে ভারতের জলবায়ুকে চারটি কাল বা ঋতুতে ভাগ করা যায়। 1. শীতকাল (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি): (i) এই সময় সূর্য … Read more

error: Content is protected !!