বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কী বােঝ? বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা থেকে কী কী সুবিধা পাওয়া যায়?

বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কী বােঝ? বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা থেকে কী কী সুবিধা পাওয়া যায়? 2+3    Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা : যে পরিকল্পনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে বা ঊর্ধ্বপ্রবাহে নদীর ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে সমগ্র নদী উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহণ, মাছ চাষ, পানীয় জল সরবরাহ … Read more

অতিরিক্ত জলসেচের ফলে কী কী বিপদ হতে পারে?

অতিরিক্ত জলসেচের ফলে কী কী বিপদ হতে পারে?   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- অতিরিক্ত জলসেচের ফলে সম্ভাব্য বিপদ : অতিরিক্ত জলসেচের ফলে সম্ভাব্য বিপদগুলি হল —  1. উদ্ভিদের অক্সিজেনের অভাব: জলাবদ্ধ মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় উদ্ভিদ শিকড়ের সাহায্যে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। ফলে উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।  2. উদ্ভিদের বিভিন্ন প্রকার রােগ … Read more

ভারতীয় কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযােগিতা কতখানি?

উত্তর ভারতের তিনটি নদনদীর গতিপথের বর্ণনা দাও।   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতীয় কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযােগিতা : প্রধানত নদনদী বা জলাধারের জল কৃষিজমিতে ব্যবহারের জন্য যে খাল খনন করা হয়, তাকেই বলে সেচখাল। এই খাল দুই প্রকার — প্লাবন খাল ও নিত্যবহ খাল। ভারতীয় কৃষিতে এই খাল দ্বারা জলসেচের উপযােগিতা অপরিসীম, এর কারণগুলি … Read more

ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা সম্পর্কে আলােচনা করাে। অথবা, ভারতে জলসেচের গুরুত্ব কী? 

ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা সম্পর্কে আলােচনা করাে। অথবা, ভারতে জলসেচের গুরুত্ব কী?    Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা বা গুরুত্ব :  ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা বা গুরুত্বগুলি হল—  1. অনিশ্চিত মৌসুমি বৃষ্টিপাত: ভারতে সারাবছর বৃষ্টিপাত হয় না। শতকরা প্রায় 67-72 ভাগ বৃষ্টিপাত বর্ষাকালের 4 মাসের মধ্যে হয়, যা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঘটে … Read more

জলবিভাজিকা উন্নয়ন বলতে কী বােঝ? এর গুরুত্ব এবং এর উন্নয়ন পদ্ধতি সম্পর্কে লেখাে।

জলবিভাজিকা উন্নয়ন বলতে কী বােঝ? এর গুরুত্ব এবং এর উন্নয়ন পদ্ধতি সম্পর্কে লেখাে। 1+2+2   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- জলবিভাজিক উন্নয়ন : জলবিভাজিকা উন্নয়ন বলতে বােঝায় জলবিভাজিকা দ্বারা পৃথককৃত নদীর ধারণ অববাহিকার সামগ্রিক ও বিজ্ঞানসম্মত উন্নয়নের মাধ্যমে ওই নদীর সমগ্র অববাহিকারই জলসম্পদ, বাস্তুতন্ত্র, পরিবেশ ও মানুষের আর্থসামাজিক অবস্থার স্থায়ী উন্নয়ন। এজন্য অববাহিকায় 1. বৃষ্টির জল … Read more

ভারতে জলসেচের অনুকুল ভৌগােলিক অবস্থাগুলি আলােচনা করাে। 

ভারতে জলসেচের অনুকুল ভৌগােলিক অবস্থাগুলি আলােচনা করাে।    Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতে জলসেচের অনুকূল ভৌগােলিক অবস্থা : ভারতে জলসেচের অনুকুল ভৌগােলিক অবস্থাগুলি হল — 1, বরফগলা জলে পুষ্ট নদনদী: উত্তর ভারতে বড়াে বড়াে নদীগুলি বরফগলা জলে পুষ্ট বলে এগুলিতে সারাবছর জল থাকে। এর ফলে উত্তর ভারতের নদীগুলি থেকে নিত্যবহ খাল খনন করার সুবিধা রয়েছে, … Read more

ভারতের প্রধান হ্রদগুলির বিবরণ দাও। 

ভারতের প্রধান হ্রদগুলির বিবরণ দাও।    Class 10 | Geography | 3 Marks‘ উত্তর:- ভারতের প্রধান প্রধান হ্রদ : জলের আস্বাদ অনুসারে ভারতের হ্রদগুলি দু-প্রকারের, যেমন — 1. স্বাদু জলের হ্রদ: ভারতের স্বাদু বা সুপেয় জলের হ্রদগুলির অধিকাংশই হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়। এখানে উন্নতা সারাবছর কম থাকায় হ্রদগুলি থেকে বাষ্পীভবনের হার খুব কম। এ ছাড়া, কিছু কিছু হ্রদ … Read more

উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রধান বৈশিষ্ট্যগুলি তুলনাকরাে।

উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রধান বৈশিষ্ট্যগুলি তুলনাকরাে।অথবা, উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনামূলক। আলােচনার মাধ্যমে তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করাে।   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রধান বৈশিষ্ট্যের তুলনা : সাদৃশ্য: উত্তর ভারতের নদনদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদনদীর সাদৃশ্যগুলি হল—  1. মােহানাবঙ্গোপসাগর : উত্তর ভারতের অধিকাংশ নদী (যেমন—গঙ্গা, ব্রম্মপুত্র … Read more

দক্ষিণ ভারতের প্রধান নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও | দক্ষিণ ভারতের পূর্ববাহিনী ও পশ্চিমবাহিনী নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

দক্ষিণ ভারতের প্রধান নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, দক্ষিণ ভারতের পূর্ববাহিনী ও পশ্চিমবাহিনী নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।    Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- দক্ষিণ ভারতের প্রধান নদনদী : প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদনদীকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা —  পূর্ববাহিনী নদী :  1. মহানদী: (851 কিমি) গতিপথ: ছত্তিশগড় রাজ্যের সিহাওয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ছত্তিশগড় … Read more

উত্তর ভারতের তিনটি নদনদীর গতিপথের বর্ণনা দাও।

উত্তর ভারতের তিনটি নদনদীর গতিপথের বর্ণনা দাও।   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- উত্তর ভারতের প্রধান নদনদী : উত্তর ভারতের নদনদীর মধ্যে প্রধান তিনটি নদী হল গঙ্গা, সিন্ধু ও ব্রম্মপুত্র।  1. গঙ্গা : গঙ্গা নদীর মােট দৈর্ঘ্য 2525 কিমি। গঙ্গা ভারতের প্রধান নদী। এই নদীর গতিপথকে তিন ভাগে ভাগ করা যায়, যথা—  (i) উচ্চগতি : প্রবাহপথ: … Read more