দাক্ষিণাত্য মালভূমির উল্লেখযােগ্য পর্বতশ্রেণি ? 

দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত উল্লেখযােগ্য পর্বতশ্রেণিগুলি সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে।   Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- দাক্ষিণাত্য মালভূমির উল্লেখযােগ্য পর্বতশ্রেণি : 1. সাতপুরা-মহাদেব-মহাকাল পর্বতশ্রেণি : (i) সাতপুরা মহাদেব মহাকাল পর্বতশ্রেণি নর্মদা নদী উপত্যকার দক্ষিণসীমা বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়েছে। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় (1350 মি)। (ii)  মহাদেব পর্বতে চুনাপাথরের গুহা দেখা যায়। (iii)  মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ … Read more

দাক্ষিণাত্য মালভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে।

দাক্ষিণাত্য মালভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে।  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- দাক্ষিণাত্য মালভূমির অবস্থান : উপদ্বীপীয় মালভূমির মূল ভূখণ্ডটির নাম দাক্ষিণাত্য মালভূমি। উত্তরে বিন্ধ্য পর্বত, দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাত্রির মধ্যবর্তী অংশে দাক্ষিণাত্য মালভূমি বিস্তৃত। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মালভূমি … Read more

মধ্য ভারতের উচ্চভূমির অবস্থান ও ভূপ্রকৃতির বিবরণ দাও। 

মধ্য ভারতের উচ্চভূমির অবস্থান ও ভূপ্রকৃতির বিবরণ দাও।  Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- অবস্থান : পশ্চিমে আরাবল্লি, দক্ষিণে নর্মদা নদী ও দাক্ষিণাত্যের মালভূমি, পূর্বে পূর্ব ভারতের উচ্চভূমি এবং উত্তরে উত্তর ভারতের সমভূমির মধ্যবর্তী স্থানে যে উচ্চভূমি অঞ্চলটি অবস্থিত, তাকে বলা হয় মধ্যভারতের উচ্চভূমি। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের উচ্চভূমি নিয়ে এই অঞ্চলটি গঠিত। ভূপ্রকৃতি … Read more

পূর্ব ভারতের উচ্চভূমি বলতে কী বােঝ? এই উচ্চভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করাে।

পূর্ব ভারতের উচ্চভূমি বলতে কী বােঝ? এই উচ্চভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করাে। Class 10 | Geography | 1+4=5 Marks‘ উত্তর:- পূর্ব ভারতের উচ্চভূমি :  ঝাড়খণ্ড রাজ্যের ছােটোনাগপুর মালভূমি, ছত্তিশগড় রাজ্যের বাঘেলখণ্ড মালভূমি ও সমতলক্ষেত্র-সহ মহানদী অববাহিকা, ওডিশার দণ্ডকারণ্য অঞল প্রভৃতিকে একসঙ্গে বলা হয় পূর্ব ভারতের উচ্চভূমি।  ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য :  1. ছােটোনাগপুর মালভূমি: ছােটোনাগপুর মালভূমির সর্বাপেক্ষা উঁচু অংশ … Read more

ভারতের প্রাচীন মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা করাে।

ভারতের প্রাচীন মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা করাে। Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- ভারতের প্রাচীন মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি :  অবস্থান: ভারতের উপদ্বীপীয় মালভূমি ও মেঘালয় মালভূমিকে একত্রে ভারতের প্রাচীন মালভূমি’ নামে অভিহিত করা হয়। অর্থাৎ ভারতের প্রাচীন মালভূমির দুটি অংশ— 1. মূল ভূভাগ এবং 2. বিচ্ছিন্ন ভূভাগ।  1. মূল ভূভাগ : অবস্থান: উত্তরে বিন্ধ্য, সাতপুরা-মহাদেব-মহাকাল, … Read more

ভারতের পাঞ্জাব সমভূমি ও ব্রম্মপুত্র সমভূমি সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।

ভারতের পাঞ্জাব সমভূমি ও ব্রম্মপুত্র সমভূমি সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- পাঞ্জাব সমভূমি : অবস্থান: উত্তরের সমভূমি অঞ্চলের পশ্চিমাংশের নাম পাঞ্জাব সমভূমি। অঞ্চলটি যমুনা নদীর পশ্চিম দিক থেকে প্রসারিত হয়ে পাকিস্তানের পূর্বদিকের বেশ কিছু অংশ পর্যন্ত বিস্তার লাভ করেছে। দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা এই অঞ্চলের অন্তর্গত।  ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য : (i) … Read more

গাঙ্গেয় সমভূমির অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলােচনা করাে।

গাঙ্গেয় সমভূমির অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks‘ উত্তর:- গাঙ্গেয় সমভূমির অবস্থান : পশ্চিমে যমুনা নদী, দক্ষিণ-পূর্ব দিকে গঙ্গার মােহানা, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে মধ্য ও পূর্বভারতের উচ্চভূমির মধ্যবর্তী বিশাল সমতল অঞ্চলটির নাম গাঙ্গেয় সমভূমি। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত এই সমভূমির মােট আয়তন প্রায় ৪ লক্ষ … Read more

রাজস্থান সমভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে। রাজস্থান সমভূমিকে কী কী বিভাগে ভাগ করা যায়?

রাজস্থান সমভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে। রাজস্থান সমভূমিকে কী কী বিভাগে ভাগ করা যায়? 3+2   Class 10 | Geography | 5 Marks উত্তর:- রাজস্থান সমভূমির অবস্থান :  আরাবল্লি পর্বতের পশ্চিমে রাজস্থানের মধ্য ও পশ্চিমাংশের রুক্ষ ও শুষ্ক বালিপূর্ণ মরুময় সমতল এলাকাটি রাজস্থান সমভূমি নামে পরিচিত। রাজস্থান সমভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য : 1. চরম জলবায়ু ও … Read more

উত্তরের সমভূমি অঞলের ভূপ্রকৃতির বিবরণ দাও।  অথবা,ভারতের যে-কোনাে একটি প্রাকৃতিক বিভাগের ভূপ্রকৃতির বিবরণ দাও।

উত্তরের সমভূমি অঞলের ভূপ্রকৃতির বিবরণ দাও।  অথবা,ভারতের যে-কোনাে একটি প্রাকৃতিক বিভাগের ভূপ্রকৃতির বিবরণ দাও। Class 10 | Geography | 5 Marks উত্তর:- উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি :  উত্তরে হিমালয় পার্বত্যভূমি এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মধ্যবর্তী এলাকায় গঙ্গা, সিন্ধু, ব্রম্মপুত্র এবং এদের বিভিন্ন উপনদী ও শাখানদীগুলি পলি সঞ্চয় করে যে বিস্তৃত সমতলভূমি গঠন করেছে, তাকে বলা হয় উত্তরের … Read more

হিমাদ্রি হিমালয়ের গুরুত্ব বা প্রভাব উল্লেখ করাে।

হিমাদ্রি হিমালয়ের গুরুত্ব বা প্রভাব উল্লেখ করাে।   Class 10 | Geography | 5 Marks উত্তর:- হিমাদ্রি হিমালয়ের গুরুত্ব বা প্রভাব : ভারতের উত্তর সীমায় হিমালয় পর্বতমালা উত্তর-দক্ষিণে চারটি প্রায় সমান্তরাল পর্বতশ্রেণি নিয়ে গঠিত। এই চারটি পর্বতশ্রেণির মধ্যে হিমাদ্রি সবচেয়ে উচু। তাই হিমাদ্রি হিমালয়ের গুরুত্ব অপরিসীম। 1. জলবায়ুর ওপর প্রভাব : হিমাদ্রির গড় উচ্চতা প্রায় 6000 মিটার এবং প্রসার … Read more