গ্রিনহাউস গ্যাস কাদের বলে? উদাহরণ দাও।

গ্রিনহাউস গ্যাস কাদের বলে ? উদাহরণ দাও। 2+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- বায়ুমণ্ডলে উপস্থিত কিছু গ্যাসীয় পদার্থ ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড রশ্মির (দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট) কিছু অংশকে শােষণ করে ও বাকি অংশকে ভূপৃষ্ঠে প্রতিফলিত করে। এর ফলে বায়ুমণ্ডলে কিছুটা তাপ আটকে পড়ে যার প্রভাবে ভূপৃষ্ঠে ও সংলগ্ন বায়ুমণ্ডল একটি নির্দিষ্ট … Read more

গ্রিনহাউস প্রভাব কী?

গ্রিনহাউস প্রভাব কী? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- সূর্যরশ্মিতে উপস্থিত ইনফ্রারেড (অবলােহিত) রশ্মিই প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে। সূর্য থেকে আগত ইনফ্রারেড রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অণুরা একে শােষণ করতে পারে না। ফলে এই রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হয়ে ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ … Read more

ওজোন স্তর না থাকলে কী কী হত?

ওজোন স্তর না থাকলে কী কী হত? অথবা, মানবস্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখাে।অথবা, ওজোন স্তরে ছিদ্র হলে প্রাণীজগতের ওপর দুটি ক্ষতিকারক প্রভাব লেখাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। ওজোন স্তর না থাকলে … Read more

মন্ট্রিল প্রােটোকল কী? মন্ট্রিল প্রােটোকলের অঙ্গীকারগুলি লেখাে।

মন্ট্রিল প্রােটোকল কী? মন্ট্রিল প্রােটোকলের অঙ্গীকারগুলি লেখাে। 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- মন্ট্রিল প্রােটোকল: ওজোন স্তরের ক্ষয় হ্রাসের জন্য 1987 সালে কানাডার মন্ট্রিলে একটি বহুদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি মন্ট্রিল প্রােটোকল নামে পরিচিত।  মন্ট্রিল প্রােটোকলের অঙ্গীকারসমূহ: 1) 1995 সালের মধ্যে CFC-এর ব্যবহার 50% কমানাে হবে। 2) 2000 সাল … Read more

জেটপ্লেনগুলি ওজোন স্তর ধ্বংসের জন্য কীভাবে দায়ী?

জেটপ্লেনগুলি ওজোন স্তর ধ্বংসের জন্য কীভাবে দায়ী? অথবা, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের অক্সাইডগুলির ভূমিকা উল্লেখ করাে। উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম। এ কারণে জেটপ্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে প্রায় বিনা বাধায় চলাচল করে। জেট বিমানগুলি প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড (NO) গ্যাস নির্গত করে। এই নির্গত NO-এর সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাসের বিক্রিয়ায় NO2 (নাইট্রোজেন ডাইঅক্সাইড) ও O2 … Read more

ওজোন স্তর ধ্বংস হওয়ার একটি কারণ উল্লেখ করাে।

বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের পেছনে ক্লোরােফ্লুরােকার্বন (ফ্রেয়ন)-জাতীয় যৌগগুলির ভূমিকা আলােচনা করাে।অথবা, ওজোন স্তর ধ্বংস হওয়ার একটি কারণ উল্লেখ করাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- ওজোন স্তর ধ্বংসে ক্লোরােফ্লুরােকার্বন (CFC) জাতীয় যৌগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC বিয়ােজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু (Ci)-তে পরিণত হয়। CFCl3 + অতিবেগুনি … Read more

পরিবেশে CFC কী কী ভাবে মিশতে পারে?

পরিবেশে CFC কী কী ভাবে মিশতে পারে? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে হিমায়করূপে, অ্যারোসল স্প্রে-তে চালকরূপে, প্লাস্টিক উৎপাদনে ফোমিং এজেন্টরূপে, ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারকরূপে ইত্যাদি ক্ষেত্রে CFC ব্যবহৃত হয়। এইসব দ্রব্যের প্রতিনিয়ত ব্যবহারের ফলে CFC পরিবেশে মেশে।

ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কী? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট কয়েকটি রাসায়নিক পদার্থের নাম করাে যেগুলি ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী।

ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কী? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট কয়েকটি রাসায়নিক পদার্থের নাম করাে যেগুলি ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে প্রাকৃতিকভাবে ওজোন তৈরির হার অপেক্ষা বিয়ােজনের হার অত্যধিক বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি প্রায় সর্বত্র এইভাবে কম-বেশি … Read more

ওজোন স্তরের সৃষ্টি এবং ধবংস কীভাবে হয়? (প্রয়ােজনীয় বিক্রিয়া দিতে হবে)

ওজোন স্তরের সৃষ্টি এবং ধবংস কীভাবে হয়? (প্রয়ােজনীয় বিক্রিয়া দিতে হবে)অথবা, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে কীভাবে? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- ওজোন স্তরের সৃষ্টি: স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি (UV রশ্মি) শােষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়ােজিত হয়। O2 + অতিবেগুনি রশ্মি → O + O; এই পারমাণবিক অক্সিজেন … Read more

সংজ্ঞাসহ ওজোন স্তরের ঘনত্বের একক কী উল্লেখ করো।

সংজ্ঞাসহ ওজোন স্তরের ঘনত্বের একক কী উল্লেখ করো। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- ওজোন স্তরের ঘনত্বের একক হল ‘ডবসন’। 0°C উষ্ণতা ও 760 mm Hg চাপে 0.01 mm পুরু ওজোন স্তরের ঘনত্বকে ডবসন একক (1DU) বলে।।