থার্মোস্ফিয়ার কাকে বলে? এরূপ নামকরণের কারণ কী? 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- মেসােস্ফিয়ারের উপরে উপস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিমি থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরের নাম থার্মোস্ফিয়ার।
বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে। প্রায় 120 কিমি উচ্চতায় এই তাপমাত্রা হয় প্রায় 500°C, 200 কিমিতে প্রায় 700°C এবং 480 থেকে 500 কিমি উচ্চতায় তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় 1200°C হয়। উষ্ণতা খুব বেশি থাকে বলেই এই স্তরকে থার্মোস্ফিয়ার বলা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।