থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখাে।

থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

থর মরুভূমি সৃষ্টির কারণসমূহ : থর বা রাজস্থানের মরুভূমি ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি। এটি সৃষ্টির কতকগুলি কারণ রয়েছে —

1. আরাবল্লি পর্বতের বৈশিষ্ট্যপূর্ণ অবস্থান : থর মরুভূমির পূর্ব দিকে অবস্থিত আরাবল্লি পর্বত মৌসুমি বায়ুর গতিপথের সমান্তরালে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে বিস্তৃত বলে, আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা বাধাহীন ভাবে রাজস্থানের ওপর দিয়ে চলে যায়। ফলে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে না। 

2. বায়ুতে জলীয় বাষ্পের স্বল্পতা : পূর্ব ভারতে বৃষ্টি দেওয়ার পর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গােপসাগরীয় শাখার অবশিষ্টাংশ যখন এই অঞ্চলে প্রবেশ করে, তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে যায়। ফলে ওই বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বললেই চলে। 

3. উষ্ণ ও শুষ্ক আয়ন বায়ুর প্রভাব : গ্রীষ্মকালে এই অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ ও শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয় বলে তখন এখানে বৃষ্টিপাত তেমন হয় না। দীর্ঘদিন বৃষ্টিপাত অত্যন্ত অল্প হওয়া বা না হওয়ার জন্যই এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment