Class 12 Class 12 Education থর্নডাইকের শিখন-সংক্রান্ত সূত্রগুলি লেখাে

থর্নডাইকের শিখন-সংক্রান্ত সূত্রগুলি লেখাে

থর্নডাইকের শিখন-সংক্রান্ত সূত্রগুলি লেখাে ।
অথবা, থর্নডাইকের মতানুযায়ী শিখনের মূল সূত্রগুলি লেখাে। Class 12 | Education (শিক্ষার কৌশল) | 8 Marks

উত্তর:-

থর্নডাইকের শিখন সংক্রান্ত সুত্র 

মনােবিদ ই এল থর্নডাইক দীর্ঘদিন গবেষণা করে শিখন-সংক্রান্ত তিনটি প্রধান সুত্র এবং পাঁচটি অপ্রধান সুত্র উদ্ভাবন করেন। 

[1] তিনটি প্রধান সূত্র:

i. ফললাভের সুত্র: এই সূত্রে বলা হয়েছে, একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশােধনযােগ্য সংযােগ স্থাপিত হলে সেই সংযােগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযােগ দৃঢ় হয়। আর সংযােগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযােগ শিথিল হয়। 

ii. অনুশীলনের সুত্র: এই সূত্রের প্রথম অংশটি ব্যবহার সুত্র। এতে বলা হয়েছে, অন্যসব অবস্থা ঠিক রেখে একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশােধনযােগ্য সংযােগ বা বন্ধন তৈরি করা হলে বন্ধনটি শক্তিশালী হয়৷ এই সূত্রে দ্বিতীয় অংশ অব্যবহার সূত্র নামে পরিচিত। সময়ের জন্য তৈরি না হলে বন্ধন দুর্বল হয়ে পড়ে। 

iii. প্রস্তুতির সূত্র: এই সূত্রে বলা হয়েছে, প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযােগ রচনা করার জন্য প্রস্তুত হয়, তখন সংযােগ ঘটলে সে তৃপ্ত হয় এবং না ঘটলে বিরক্ত হয়। অন্যদিকে, যখন সে সংযােগ রচনা করার জন্য প্রস্তুত থাকে না, তখন সংযােগ ঘটলে সে বিরক্ত হয়। 

[2] পাঁচটি অপ্রধান সূত্র:

i. বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র: যতক্ষণ না বারবার চেষ্টা ও ভুলের মধ্য দিয়ে প্রাণী সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে, ততক্ষণ পর্যন্ত একই উদ্দীপকের প্রতি সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। 

ii. মানসিক প্রস্তুতির সূত্র: কোনাে কাজ করার ক্ষেত্রে মানসিক প্রস্তুতির প্রয়ােজন। অর্থাৎ, কোনাে প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রাণীর অনুভূতি, আগ্রহ ও মনােভাব সদর্থক হওয়া প্রয়ােজন। 

iii. আংশিক প্রতিক্রিয়ার সুত্র: প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে না, আংশিকভাবে করে।

iv. উপমান বা সাদৃশ্যের সুত্র: যখন কোনাে প্রাণী একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন আগে একইরকম পরিস্থিতিতে সে যে ধরনের প্রতিক্রিয়া করেছে, সেই ধরনেরই প্রতিক্রিয়া করে। 

v. অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র: মূল উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও সেই একই প্রতিক্রিয়া ঘটায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!