Class 12 Class 12 Education থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলােচনা করাে।

থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলােচনা করাে।

থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলােচনা করাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:

থাস্টোনের দলগত উপাদান তত্ত্ব

স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বকে অনেক মনােবিজ্ঞানী সমর্থন করেননি। এমনকি পরবর্তীকালে দলগত উপাদানের (g-factor) কথা স্বীকার করার পরেও তার তত্ত্বটি অসম্পূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই অবস্থায় মার্কিন মনােবিজ্ঞানী এল এল থাস্টোন অনেক পরীক্ষানিরীক্ষার সাহায্যে মানসিক ক্ষমতার দলগত উপাদানের কথা উল্লেখ করেন। তিনি প্রায় 60টি বিভিন্ন অভীক্ষায় প্রাপ্ত ফলের মধ্যে সহসম্পর্ক নির্ণয় করে পরিসংখ্যান শাস্ত্রের জটিল পদ্ধতি উপাদান বিশ্লেষণের (Factor Analysis) মাধ্যমে দলগত উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বে তিনি সাতটি প্রাথমিক উপাদানের কথা বলেন। এই উপাদানগুলি মৌলিক এবং পরস্পরনিরপেক্ষ৷ সেজন্য এদের প্রাথমিক উপাদান বলা হয়। প্রাথমিক উপাদানগুলি হল—

[1] সংখ্যাগত উপাদান (সংক্ষেপে N): দ্রুত এবং সঠিকভাবে সংখ্যা নিয়ে গণনার কাজের ক্ষমতা। 

[2] বাচনিক উপাদান (সংক্ষেপে V): ভাষা বােঝা ও ব্যবহারের সাবলীলতা।।

[3] খান-প্রত্যক্ষণ উপাদান (সংক্ষেপে S): যে কাজে বস্তুর স্থান প্রত্যক্ষণের প্রয়ােজন, তা কাল্পনিকভাবে চিন্তা করার ক্ষমতা। 

[4] স্মৃতির উপাদান (সংক্ষেপে M): দ্রুত মুখস্থ করার ক্ষমতা এক প্রয়ােজনমতাে তার পুনরুদ্রেকের ক্ষমতা। 

[5] যুক্তি নির্ণয় উপাদান (সংক্ষেপে R); কোনাে কাজে নিয়মনীতি আবিষ্কারের ক্ষমতা। 

[6] শব্দস্বাচ্ছন্দ্য উপাদান (সংক্ষেপে W); দ্রুত এবং উপযুক্ত শব্দচয়নের ক্ষমতা।

 [7] প্রত্যক্ষণ উপাদান (সংক্ষেপে P): দ্রুত এবং সঠিকভাবে প্রত্যক্ষপের ক্ষমতা।

যে-কোনাে একটি বৌদ্ধিক কাজে এই সাতটি প্রাথমিক উপাদানের কয়েকটি প্রয়ােজন হয়। আবার অন্য একটি বৌদ্ধিক কাজে অন কয়েকটির প্রয়ােজন হয়। তবে দুটি কাজে একাধিক সাধারণ উপাদান থাকতে পারে। দুটি কাজে যত অধিক পরিমাণে সাধারণ উপাদান থাকবে। তত বেশি ওই কাজ দুটির মধ্যে সহসম্পর্ক দেখা যাবে। স্পিয়ারম্যানের সাধারণ উপাদানের (G) মতাে থাস্টোনের কোনাে উপাদানই সব ধরনের। বৌদ্ধিক কাজে প্রয়ােজন হয় না| থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটিকে নীচের চিত্রে রূপ দেওয়া যায়—

থাস্টোনের দলগত উপাদান তত্ত্বের চিত্ররূপ ক, খ ও গ তিনটি বৌদ্ধিক কাজ৷ ‘ক’ কাজে প্রয়ােজন হয়। সংখ্যাবাচক উপাদান (N), থান প্রত্যক্ষণের উপাদান (S), বাচনিক উপাদান। (V) এবং প্রত্যক্ষ উপাদান (P)।

‘খ’ কাজে প্রয়ােজন হয় বাচনিক উপাদান (V), প্রত্যক্ষ উপাদান (P), যুক্তি উপাদান (R), স্মৃতি উপাদান (M)।

আবার, ‘গ’ কাজে প্রয়ােজন হয় স্থান প্রত্যক্ষণের উপাদান (S) এবং দ্রুত শব্দ ব্যবহার উপাদান (W)।

        এখানে দেখা যাচ্ছে, ‘ক’ ও ‘খ’ কাজ দুটির মধ্যে দুটি উপাদান সাধারণ (V ও P) এবং ‘ক’ ও ‘গ’ কাজ দুটির মধ্যে একটি উপাদান সাধারণ (S)। সুতরাং, ‘ক’ ও ‘খ’ এর মধ্যে সহসম্পর্ক ‘ক’ ও ‘গ’-এর তুলনায় বেশি হবে। সাধারণভাবে ‘খ’ ও ‘গ’ এর মধ্যে কোনাে সহসম্পর্ক থাকার কথা নয়, কারণ। এই দুটি কাজে কোনাে উপাদান সাধারণ নেই। তবে যেহেতু ‘ক’ ও ‘খ’-এর। মধ্যে সহসম্পর্ক আছে এবং ‘ক’ ও ‘গ’-এর মধ্যেও সহসম্পর্ক বর্তমান, তাই সামান্য হলেও ‘খ’ ও ‘গ’-এর মধ্যে সহসম্পর্ক দেখা যাবে।

Read Also

ম্যাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব | Maslow’s Hierarchy of Needs Theory in Bengali

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলােচনা করাে।”

  1. অনেক বড়ো……………….. একটুও ছোট হলে ভালো হতো না 🙄

    Reply

Leave a Comment