টীকা লেখাে: বাগােড়। Mark 3 | Class 6
উত্তর:-
রাজস্থানের বাগােড়ে আদিম মানুষের বসতির চিহ্ন মিলেছে। বাগােড়ের বাসিন্দারা শিকার ও পশুপালন করে খাবার জোটাত। এখানে অনেকগুলি পশুর হাড় পাওয়া গেছে। এই হাড়গুলি থেকে অনুমান করা হয় যে এখানে পরের দিকে পশুপালন বাড়ে এবং শিকার করা কমে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।