দশম শ্রেনী (মাধ্যমিক) তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রকৃতি আলােচনা করাে।

তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রকৃতি আলােচনা করাে। 

তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রকৃতি আলােচনা করাে। 8 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক তিতুমিরের বিদ্রোহ বারাসত বিদ্রোহ (১৮৩১ খ্রি.) নামে পরিচিত। তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য লক্ষ করা যায়। সেগুলি হল— 

১) সাম্প্রদায়িক আন্দোলন : কোনাে কোনাে ঐতিহাসিকদের মতে, বারাসত বিদ্রোহ ছিল সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ভাবধারার সমান্তরাল আন্দোলন। বারাসত বিদ্রোহকে এইসব ঐতিহাসিক হিন্দু বিরােধী ও সাম্প্রদায়িক আন্দোলন হিসেবে চিহ্নিত করেছেন। 

২) মুসলিম শাসন পুনঃপ্রতিষ্ঠা : অনেকের মতে, এই বিদ্রোহ ছিল কোম্পানির শাসনের পরিবর্তে মুসলিম শাসনের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টামাত্র।

ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে, এই আন্দোলন ছিল মুসলিমদের জন্য, মুসলিমদের দ্বারা এবং মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন (It was a movement of the Muslims, by the Muslims and for the Muslims)

৩) জাতীয় সংগ্রাম : কোয়ামুদ্দিন আহমেদের মতানুসারে, ওয়াহাবিরা বিদেশি শাসনের বিরুদ্ধে জাতীয় আন্দোলনে লিপ্ত হয়েছিল। কারণ তিতুমিরের সঙ্গে ইংরেজদের বিরােধ দেখা দেয়, যেহেতু সে নিজেকে ‘বাদশাহ’ বলে ঘােষণা করে। 

৪) শ্রেণি সংগ্রাম : প্রথমদিকে তিতুমির নীলকরদের বিরােধী ছিলেন কিন্তু নীলকররা জমিদারদের সমর্থন করলে তারা তিতুমিরের শত্রুতে পরিণত হন। একারণেই নরহরি কবিরাজ তিতুমিরের সংগ্রামকে শ্রেণি সংগ্রাম বলে বর্ণনা করেছেন। 

৫) অসাম্প্রদায়িক আন্দোলন : ঐতিহাসিক উইলিয়াম হান্টার প্রমুখের মতে, বিদ্রোহীরা যেমন মুসলমান জমিদারদের আক্রমণ করেছিল তেমনি নিম্নবর্ণের হিন্দুদের ওপর তারা কোনাে অত্যাচার করেননি; তাই এই আন্দোলন ছিল অসাম্প্রদায়িক।। 

৬) অবহেলিত মানুষের অংশগ্রহণ : বারাসত বিদ্রোহে শহরের বিত্তবান অপেক্ষা নিম্নবিত্ত মুসলমানরা বেশি অংশগ্রহণ করেছিল; সেজন্য একে অবহেলিত মানুষের সংগ্রাম বলা যেতে পারে।


উপসংহার : তিতুমিরের বারাসত বিদ্রোহ কি নিছক ধর্মীয় এবং সাম্প্রদায়িক আন্দোলন, কৃষক বিদ্রোহ, ইংরেজ বিরােধী স্বাধীনতা সংগ্রাম, কৃষকদের শােষণ মুক্তির আন্দোলন? ঐতিহাসিকদের উত্তর যাই হােক না কেন জমিদার, নীলকর সাহেবদের নিত্যনতুন শােষণ, সামাজিক অত্যাচার-নির্যাতন, অর্থনৈতিক শােষণ, ধর্মীয় কলুষতা থেকে কৃষকদের মুক্ত করতে এই আন্দোলনের গুরুত্বকে কখনােই অস্বীকার করা যাবে না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!