দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography তরাই অঞ্চল কীভাবে গড়ে উঠেছে?

তরাই অঞ্চল কীভাবে গড়ে উঠেছে?

তরাই অঞ্চল কীভাবে গড়ে উঠেছে?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

অর্থ : ‘তরাই’ একটি ফরাসি কথা, যার অর্থ ভিজে ও স্যাঁতসেঁতে ভূমি। 

পরিচিতি : উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও অসমে হিমালয়ের ঢালু পাদদেশভূমি তরাই অঞ্চল নামে পরিচিত। 

গড়ে ওঠার কারণ : হিমালয়ের পাদদেশে নুড়ি ও বালিপূর্ণ যে ভাবর অঞ্চল আছে, তার ঠিক দক্ষিণে তরাই অঞ্চল অবস্থিত। এখানকার ভূমিতেও যথেষ্ট পরিমাণে নুড়ি ও বালি মিশে থাকে। উত্তরের ভাবর অঞ্চলে যেসব নদী নুড়িকাঁকর স্তুপের মধ্যে হারিয়ে যায় সেগুলি তরাই অঞ্চলে ফল্গুধারার মতাে আত্মপ্রকাশ করে। এজন্য এখানে বহু জলাভূমির সৃষ্টি হয়েছে এবং নদীগুলিতেও বন্যার প্রকোপ দেখা যায়। এ ছাড়া সমগ্র তরাই অঞ্চলেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ফলস্বরূপ এখানে গভীর বনভূমিরও সৃষ্টি হয়েছে। তাই সমগ্ৰ অঞ্চলটির পরিবেশ ভিজে স্যাতসেঁতে, যা যথার্থ তরাই নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment