দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে।

তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে। 

তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য: তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের পার্থক্যগুলি হল— 

বিষয়তরল বর্জ্যকঠিন বর্জ্য
প্রকৃতিএই বর্জ্য তরল প্রকৃতির হয়।এই বর্জ্য কঠিন প্রকৃতির হয়।
বর্জ্যের উৎসতাপবিদ্যুৎ কেন্দ্রের গরম জল, কলকারখানা, বাড়ির পয়ঃপ্রণালীর জল ইত্যাদি।রান্নাঘরের আবর্জনা এবং বিদ্যালয়, অফিস, হাসপাতাল, কলকারখানার বাতিল আবর্জনা ইত্যাদি।
ব্যবস্থাপনানিকাশি বা নিষ্কাশন পদ্ধতি ও ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশােধন করা হয়।পৃথকীকরণ, ভরাটকরণ, কম্পােস্টিং প্রভৃতি পদ্ধতির মাধ্যমে এই ধরনের বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment